আইপিএলের একপেশে ফাইনালে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয় বারের মতো চ্যাস্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তবে ফাইনালে না খেলেও রেকর্ড গড়েছে ভিরাট কোহলি।
এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটার ১৫ ম্যাচে ব্যাট হাতে ৭৪১ রান করেছেন কোহলি। একটি সেঞ্চুরি ও পাঁচটি অর্ধশতকে এ রান করেন তিনি। আইপিএল ফাইনাল শেষ হওয়ার আগেই তিনি সর্বোচ্চ রান অরেঞ্জ ক্যাপ নিজের করে নেন। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৫৪.৬৯। অরেঞ্জ ক্যাপের পাশাপাশি তার ঝুলিতে গিয়েছে ১০ লাখ রুপি।
এর আগে ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন। সেইবারও অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছিলেন। আর প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএলে দ্বিতীয়বার এই স্বীকৃতির মালিক হলেন কোহলি। অবশ্য তার আগে ডেভিড ওয়ার্নার ও ক্রিস গেইল একাধিকবার কমলা টুপি জেতেন। তবে প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন কোহলি।