ফাইনালে বৃষ্টি হলে জয়ী হবে যে দল

বৃষ্টির কারণে গতবছর প্রায় আড়াই দিন পর শিরোপা নিষ্পত্তি হয়েছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর। আবহাওয়ার পূর্বাভাস বলছে এবারও বৃষ্টিতে ভেসে যেতে পারে ফাইনালের মহারণ। কারণটা গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া রেমাল। বঙ্গোপসাগর তীরবর্তী বাংলাদেশসহ যার প্রভাব পড়েছে ভারতের কিছু অঞ্চলেও।

এমতাবস্থায় জিজ্ঞাসু মনোভাব তৈরী হয়েছে ক্রিকেট ভক্তদের মনে। কারণ আজ রাতেই চেন্নাইয়ের মাঠে গড়াবে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের সপ্তদশ আসরের ফাইনাল। যেখানে প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড় রেমালের।

যদি মাঠে কোনো খেলা না গড়ায় সেক্ষেত্রে রিজার্ভ ডের সুবিধা রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অবশ্য বৃষ্টির কথা বিবেচনায় রেখে আগেই অতিরিক্ত দুই ঘন্টা সময় বরাদ্দ রেখেছে বিসিসিআই। তাতেও কোনো ফলাফল না আসলে সোমবারে ফাইনাল মাঠে গড়াবে।

যদি কোনোভাবেই আজ বা কাল খেলা আয়োজন করা সম্ভব না হয় সেক্ষেত্রে কলকাতাকে বিজয়ী ঘোষণা করা হবে। কারণ গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় নাইটরা শীর্ষ অবস্থানে ছিলো।

Exit mobile version