ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপ বছরের শেষ ম্যাচে কভেন্ট্রি সিটিকে হারিয়ে ইপসউইচের চমক । প্রিমিয়ার লিগে ফেরার সম্ভাবনা জোরালো করেছে তারা। সোমবার রাতে শীর্ষে থাকা কভেন্ট্রি সিটিকে ২-০ গোলে হারিয়েছে দলটি । এ জয়ে তারা ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা মিডলসবরাহ থেকে ২ পয়েন্ট পিছিয়ে থাকায় তাদের প্রিমিয়ার লিগে ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে। ৫১ পয়েন্ট নিয়ে কভেন্ট্রি সিটি শীর্ষে।
ম্যাচে ইপসউইচের নাটকীয় জয় বলা যায়। গোল শূন্য ড্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ মুহুর্তে মাত্র ১১ মিনিটের ব্যবধানে জোড়া গোলের দেখা পায় ইপসউইচ। জ্যাক ক্লার্ক ৭২ মিনিটে এবং ওয়েস বার্নস ৮৩ মিনিটে গোল করেন।
বার্নসের জন্য এটি স্মরণীয় এক গোল। ২০২৪ সালের এপ্রিলের পর এটা তার প্রথম গোল।
ম্যাচ শুরুর আগে কভেন্ট্রি সিটির সঙ্গে ইপসউইচের ব্যবধান ছিল ১৩ পয়েন্টের। ম্যাচ শেষে সেই ব্যবধান ১০ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। তাছাড়া এ জয়ের মাঝ দিয়ে ইপসউইচ ঘরের মাঠে কভেন্ট্রি সিটি অপরাজিত থাকার কীর্তিতেও দাড়ি টেনে দিল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















