আয়ারল্যান্ডকে স্তব্ধ করে ইতালির অবিশ্বাস্য জয় , বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে ইতালি। দুবাইয়ে ইতালির কাছে টি-টোয়েন্টি ম্যাচে হেরে অঘটনের স্বীকার হয়েছে আয়ারল্যান্ড। আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে এটিই ছিল ইতালির প্রথম টি-টোয়েন্টি জয়।
দুবাইয়ে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইতালি। আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে এটিই ছিল ইতালির প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচে হারলেও শেষ ম্যাচে নাটকীয় জয়ে সিরিজ শেষ করে ইউরোপের উঠতি ক্রিকেট শক্তিটি।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ১৯.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয়। জবাবে ইতালি লক্ষ্য ছুঁয়ে ফেলে তিন বল হাতে রেখে। শেষ দুই ওভারে ইতালির প্রয়োজন ছিল ৩০ রান। একপর্যায়ে সমীকরণ দাঁড়ায় ৭ বলে ২০ রান। ১৯তম ওভারের শেষ বলে মার্ক অ্যাডায়ারকে চার মারেন মার্কাস ক্যাম্পো পিয়ানো। এরপর শেষ ওভারের প্রথম তিন বলে টানা তিন ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন গ্র্যান্ট স্টুয়ার্ট। সাত নম্বরে নেমে স্টুয়ার্ট ১৯ বলে ৪ ছক্কা ও এক চারে অপরাজিত ৩৩ রান করেন।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সিরিজটি খেলেছে দুই দল। বাছাইপর্ব পেরিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইতালি। আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। গ্রুপ ‘সি’-তে ইতালির অন্য প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নেপাল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















