আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তন করবে না আয়ারল্যান্ড (সিআই)। আইসিসির কাছ থেকে আয়ারল্যান্ড নিশ্চিত আশ্বাস পেয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী শ্রীলঙ্কাতেই গ্রুপ পর্বের ম্যাচ খেলবে তারা।
এ বিষয়ে আয়ারল্যান্ডের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন,
আমরা আইসিসির কাছ থেকে স্পষ্ট আশ্বাস পেয়েছি, সূ-চিতে কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা নিশ্চিতভাবেই গ্রুপ পর্ব শ্রীলঙ্কাতেই খেলছি।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে রয়েছে। এই গ্রুপে তাদের সঙ্গী সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। গ্রুপ ‘বি’-এর ম্যাচগুলো নির্ধারিত রয়েছে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। তবে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানোয় বিকল্প ব্যবস্থার জন্য আইসিসির কাছে গ্রুপ বদলের প্রস্তাব তোলে বিসিবি।
গত শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিসিবি আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের বিষয়টি উত্থাপন করে। বৈঠক শেষে বিসিবি এক বিবৃতিতে জানায়,
অন্যান্য বিষয়ের পাশাপাশি, ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশকে অন্য গ্রুপে নেয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে আইসিসির পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশন্সের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা জটিলতার কারণে সাক্সেনা সরাসরি ঢাকায় আসতে না পারলেও ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। এফগ্রেভ বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন।
বিসিবি জানায়, এ বিষয়ে ভবিষ্যতেও আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
