নাটকীয় জয়ে নক আউটে আইভরি কোস্ট ও ক্যামেরুন

আফ্রিকান কাপ অব নেশনস

নাটকীয় জয়ে নক আউটে আইভরি কোস্ট ও ক্যামেরুন

আফ্রিকান কাপ অব নেশনসে গ্রুপ পর্ব , ছবি: সংগৃহীত

নাটকীয় জয়ে নক আউটে আইভরি কোস্ট ও ক্যামেরুন । আফ্রিকান কাপ অব নেশনসে গ্রুপ পর্ব শেষ করেছে আইভরি কোস্ট। বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত গ্যাবনকে তারা ৩-২ গোলে হারিয়েছে। এ জয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে। একই দিনে মোজাম্বিককে ২-১ গোলে হারিয়ে ক্যামেরুনও শেষ ষোলোতে পা রেখেছে। তিন খেলা শেষে আইভরি কোস্ট ও ক্যামেরুন সমান ৭ পয়েন্ট নিয়ে পরবর্তী ধাপে পৌঁছেছে।

ম্যাচের বয়স মাত্র ২১ মিনিট হতেই আইভরি কোস্টকে চমকে দেয় গ্যাবন। দুই গোলে এগিয়ে যায় তারা। ১১ মিনিটে কাঙ্গা এবং ২১ মিনিটে বোউয়াঙ্গা গোল করেন। জোড়া গোল হজমে আইভরি কোস্টের জয় নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে প্রথমার্ধে ব্যবধান কমিয়ে আইভরি কোস্ট খেলায় ফেরার চেষ্টা করে। কিন্তু গ্যাবন তাদের জন্য রাস্তাটা বেশ কঠিন করে তুলেছিল। তবে শেষ মুহুর্তের এক ঝড়ে সব উল্টে যায়। মাত্র ছয় মিনিটে দুই গোল করে আইভরি কোস্ট জয় তুলে নেয়। ৮৪ মিনিটে গুয়েসান্ড গোল করেন। আর ইনজুরি সময়ের প্রথম মিনিটে টোরে গোল করে দলের জয় নিশ্চিত করেন। সে সঙ্গে তাদের গ্রুপ সেরা হওয়াও নিশ্চিত হয়।

গোলের পর আইভরি কোস্টের উৎসব: সংগৃহীত

আগামী ৬ জানুয়ারি কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আইভরি কোস্ট বারকিনো ফাসোর মুখোমুখি হবে। এদিকে ৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ক্যামেরুন খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এদিকে ক্যামেরুনও পিছিয়ে পড়ার পর জয় পেয়েছে। ২৩ মিনিটে কাতামোর গোলে এগিয়ে যায় মোজাম্বিক। তবে তাদের এ সাফল্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিট পরই আত্মঘাতি গোলের সুবাদে খেলায় ফিরে আসে ক্যামেরুন। আর দ্বিতীয়ার্ধে কোফানে গোল করে ক্যামেরুনের জয় নিশ্চিত করে।

হারলেও মোজাম্বিক দ্বিতীয় রাউন্ডের টিকেট পেয়েছে। তিন ম্যাচে একটা মাত্র জয় তাদের। পয়েন্টও তিন। আগামী ৫ জানুয়ারি নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।

Exit mobile version