বুরকিনা ফাসোকে উড়িয়ে শেষ আটে আইভরি কোস্ট

আফ্রিকা কাপ অব নেশনস

বুরকিনা ফাসোকে উড়িয়ে শেষ আটে আইভরি কোস্ট

শেষ আট নিশ্চিত করল আইভরি কোস্ট। ছবি: সংগৃহীত

কোয়ার্টার ফাইনালে আইভরি কোস্ট

বুরকিনা ফাসোকে উড়িয়ে শেষ আটে আইভরি কোস্ট ,বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট অষ্টম দল হিসেবে আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে। মরক্কোয় চলমান টুর্নামেন্টে মঙ্গলবার রাতে তারা বুরকিনা ফাসোকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়েছে। আমাদা ডিয়ালো, ইয়ান ডিওমান্ডে ও বাজুমানা টোরে গোল তিনটি করেন।

বুরকিনা ফাসোকে উড়িয়ে শেষ আটে আইভরি কোস্ট । ছবি: সংগৃহীত

কোয়ার্টার ফাইনালে আইভরি কোস্টের প্রতিপক্ষ মিসর। অন্য তিন কোয়ার্টার ফাইনালে মালি সেনেগালের, ক্যামেরুন মরক্কোর এবং আলজেরিয়া নাইজেরিয়ার বিপক্ষে খেলবে। মঙ্গলবার রাতে রাউন্ড অব সিক্সটিনের অন্য এক ম্যাচে অতিরিক্ত সময়ের খেলায় আলজেরিয়া ১-০ গোলে কঙ্গোকে হারায়।

বুরকিনা ফাসোর বিপক্ষে এদিন দারুণ খেলা উপহার দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা আমাদা ডিয়ালো। দলের হয়ে প্রথম গোলটিও করেন তিনি। বিশ মিনিটের সময় করা গোলটি ছিল এবারের টুর্নামেন্টে তার তৃতীয় গোল। মাত্র ১২ মিনিট ব্যবধানে বর্তমান চ্যাম্পিয়নরা দ্বিতীয় গোল পেয়ে যায়। আর এ গোলেই তাদের কোয়ার্টার ফাইনালে খেলা অনেকটা নিশ্চিত হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে অবশ্য বুরকিনা ফাসো ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। বেশ কয়েকবার তারা আইভরি কোস্টের জন্য আতঙ্ক হয়ে দেখা দিয়েছিল। তবে ব্যবধান তারা কমাতে পারেনি বরং শেষ দিকে আরও এক গোল হজম করে।

Exit mobile version