বিপিএলে গ্রুপ পর্বে সবশেষ ম্যাচে ঢাকার বিপক্ষে হারের পর ভালো করার মন্ত্র বাতলে দিলেন জামাল । রোববার রাতে মিরপুরে ঢাকা ক্যাপিটালসের কাছে ৪২ রানে হেরেছে চট্টগ্রাম রয়্যালস। যদিও হেরেও কোয়ালিফায়ার নিশ্চিত করেছে চট্টগ্রাম।
এদিন আগে ব্যাট করতে নেমে ১৭০ রান তোলে ঢাকা ক্যাপিটালস। পুরো বিপিএল ধুঁকতে থাকা সাইফ হাসান এদিন জ্বলে উঠলেন। আগের ৮ ম্যাচে ৬০ রান করা সাইফ এদিন এক ম্যাচে খেলেছেন ৪৪ বলে ৭৩ রানের দারুণ এক ইনিংস। জবাব দিতে নেমে শুরু থেকে একের পর এক উইকেট হারিয়ে বেশ চাপে ছিল চট্টগ্রাম রয়্যালস। কোয়ালিফায়ারে যেতে হলে দরকার ছিল ৭৭ রান। সেই রান ছুঁতেও বেগ পেতে হয়েছে। শেষ দিকে ২৬ বলে ৪২ রানের ক্যামিও ইনিংস খেলেন আমের জামাল। ১২৮ রান করে থামে চট্টগ্রাম।
হারের পর ম্যাচ শেষে চট্টগ্রাম রয়্যালসের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন আমের জামাল। টুর্নামেন্টে শুরুটা দারুণভাবে করেছিল চট্টগ্রাম। তবে শেষ দিকে যেন খেই হারিয়েছে কিছুটা।
সংবাদ সম্মেলনে তিনি বলেছেন,
আসলে যে কারও খারাপ দিন আসতে পারে। আমার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। বোলিংয়ে আমার খারাপ দিন আসলেও আজকে ব্যাট হাতে ভালো করেছি। আমাদের দল হিসেবে ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে। ব্যাটাররা অনেক সময় রান না পেলে ব্যাকফুটে চলে যায়। তবে আমার মনে হয় ফেয়ারলেস থাকতে হবে।
