অ্যাশেজে টানা তিন টেস্ট হেরে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরেছে ইংল্যান্ড। দলের ব্যর্থতায় প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামকে বরখাস্ত করতে বললেন জেফ বয়কট । শুধু তাই নয়, তিনি মনে করেন স্টোকসেরও দায়িত্ব ছেড়ে দেয়া উচিত।চলতি অ্যাশেজের আগে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম বেশ আশা দেখিয়েছিলেন সমর্থকদের।
তবে প্রথম তিন টেস্ট বাজেভাবে হেরে সিরিজ খুইয়েছে ইংল্যান্ড। তাদের আলোচিত ‘বাজবল’ যে এখন কাজ করছে না সেটাও সবার বুঝা হয়ে গেছে। আর এই কৌশল যে কাজে দিচ্ছে না সেটা আগেই বারবার বলেছিলেন বয়কট। এবার ম্যাককালামকে অতিবিলম্বে বরখাস্তের দাবি জানিয়েছেন বয়কট।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এ নিজের কলামে বয়কট লিখেছেন,
সেরা দলগুলোর বিপক্ষে ইংল্যান্ড ভালো করতে না পারায় সমর্থকরাও এখন ক্লান্ত হয়ে পড়ছে।
এছাড়া বয়কট লেখেন,
স্টোকস ও ম্যাককালাম যেন নিরর্থক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনি যা করছেন, তা যদি কাজ না করে, তাহলে বাদ দিন। পরবর্তী ধাপে যাওয়ার জন্য পরিবর্তন খুবই অপরিহার্য। কী করবেন? কোচ পরিবর্তন করুন। এই জুটির ভালো খেলার কথা শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু সেরা দলগুলোর বিপক্ষে তারা ভালো কিছু করতে পারছে না, তাই (ক্রিকেট পরিচালক) রব কি, এখন আপনার সাহসী পদক্ষেপ নেয়ার সময় এসেছে।
কলামে বয়কট লেখেন,
আপনি তাকে হারাতে চাইবেন না, কিন্তু যদি সে না মনে করে যে মনোভাবের পরিবর্তন প্রয়োজন, তাহলে আপনার একজন নতুন অধিনায়ক খুঁজে বের করতে হবে। বেন ও তার সতীর্থরা সবসময় ব্যক্তির চেয়ে দলের গুরুত্বের ওপর জোর দিয়েছে, তাই এমনকি অধিনায়কের জন্যও আপস করতে পারবেন না আপনি।
