দেড় বছর পর বার্সায় ফিরছেন কান্সেলো

দেড় বছর পর বার্সায় ফিরছেন কান্সেলো

দেড় বছর পর বার্সায় ফিরছেন কান্সেলো , ছবি: সংগৃহীত

দীর্ঘ দেড় বছর পর বার্সায় ফিরছেন কান্সেলো । নতুন করে দলে ফেরানোর চুক্তি চূড়ান্ত করেছে বার্সা। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে ধারে কাতালান ক্লাবটিতে ফিরছেন এই পর্তুগিজ ফুলব্যাক। ৩১ বছর বয়সী কান্সেলো ২০২৩-২৪ মৌসুমে এক বছরের জন্য ধারে বার্সেলোনায় খেলেছিলেন।

এরপর সাবেক ক্লাব ম্যানচেস্টার সিটিতে ফিরে যান তিনি। সেই গ্রীষ্মেই ধারণা করা হচ্ছিল যে তিনি আবার কাতালুনিয়ায় ফিরতে আগ্রহী, কিন্তু আর্থিক সংকটের কারণে বার্সেলোনা অন্য বিকল্পের দিকে যায় এবং কান্সেলো ২৫ মিলিয় ইউরোতে আল-হিলালে পাড়ি জমান। এমডি ও মাত্তেও মোরেত্তোসহ একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে যে তিন পক্ষের মধ্যে সমঝোতা হয়ে গেছে।

আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন এপ্রিল পর্যন্ত ছিটকে যাওয়ায় জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে শক্তি বাড়াতে চাচ্ছিল বার্সেলোনা। লা লিগার নিয়ম অনুযায়ী, দীর্ঘমেয়াদি চোটের ক্ষেত্রে কোনো ক্লাব চোটগ্রস্ত খেলোয়াড়ের বেতনের সীমার ৮০% ব্যবহার করে নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারে।

স্প্যানিশ সুপার কাপ শেষে সৌদি আরব থেকে ফেরার পরই এই পর্তুগিজ বার্সার হয়ে খেলতে পারবেন। এর ফলে হান্সি ফ্লিকের জন্য কান্সেলোই সম্ভবত একমাত্র নতুন সংযোজন হতে যাচ্ছে।

Exit mobile version