বিপিএলের কোয়ালিফায়ারের আশা ছাড়ছেন না জয় ( মাহমুদুল হাসান )। সবশেষ ম্যাচে রাজশাহীর বিপক্ষে ৩ উইকেটে হেরে চট্টগ্রাম। শেষ ম্যাচে জিতে লিগের খেলা শেষ করার আশা। ম্যাচ হারায় কণ্ঠে আফসোস। শনিবার রাতে মিরপুরে দুই টেবিল টপারের লড়াইয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৩ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। লো স্কোরিং থ্রিলার জিতে টেবিলের শীর্ষে থেকেই প্লে-অফে যাচ্ছে রাজশাহী।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১২৫ রানের বেশি তুলতে পারেনি চট্টগ্রাম। ২৪ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংস খেলেছেন আসিফ আলী। বাকিরা কেউ ২০ রানও করতে পারেননি। ১৩ বলে ১৯ রান করেছেন মাহমুদুল হাসান জয়। রাজশাহীর হয়ে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন তানজিম হাসান সাকিব। টেবিলের দুইয়ে থাকা চট্টগ্রাম ৯ ম্যাচে ৬ জয়ে পেয়েছে ১২ পয়েন্ট। পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারাতে পারলে নিশ্চিত হবে চট্টগ্রামের কোয়ালিফায়ার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদুল হাসান জয় বলেছেন,
‘হ্যাঁ আমি আত্মবিশ্বাসী ছিলাম ব্যাটে লাগছিল। যদি ইনিংস বড় করে ৬০-৭০ রান করতে পারতাম দলের রান ১৬০-৭০ যেতে পারত। হ্যাঁ আফসোস তো থাকবেই। আমরা দুই দলই এখন টপে আছি। আজকে জিতলে হয়ত ১ নম্বরে শেষ করতে পারতাম। এক ম্যাচ আছে যদি সেই ম্যাচে জিততে পারি তাহলেও এগিয়ে থাকব।
কোয়ালিফায়ারে খেলার আশা এখনও ছাড়ছেন না জয়, ‘সেরা দুইয়ে থাকলে দুইটা সুযোগ। আরেক ম্যাচ বাকি আছে। সেটা ভালোভাবে শেষ করতে পারলে সুযোগ থাকবে। রাজশাহীর সাথে সিলেটে এক ম্যাচ জিতেছি। আজকেও খুব ভালো ক্রিকেট হলো। যদি ভালো পারফর্ম করি মাঠে, প্রতিপক্ষ যে-ই হোক, ভালো খেলা হবে। রাজশাহী ভালো দল, আমরাও ভালো খেলছি মাঠে।
এছাড়া আকবর আলীর ব্যাটিং নিয়ে জয় জানান,
‘ও ভালো ব্যাট করছিল। সেই ওভারে যদি আরেকটু কনসিডার করা যেত। মনে হয় অফ স্পিনার, ডান হাতি ব্যাটার দেখে টার্গেট করেছিল হয়ত।’ চট্টগ্রামের পরের ম্যাচ আজ ১৮ জানুয়ারি, প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















