ওসমান খাজার বিদায়ী টেস্টে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া । আজ (বুধবার) সিডনি টেস্টের চতুর্থ দিনে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে তাতে অবদান রাখলেন জ্যাকব বেথেল। যদিও চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার ধারেকাছে নেই ইংল্যান্ড। ২ উইকেট হাতে রেখে ১১৯ রানের লিড তাদের।
বেথেল ২২৯ বলে ১৪২ রানে অপরাজিত থেকে অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘুরান। আক্রমণ ও রক্ষণাত্মক ভঙ্গিতে ভারসাম্য রেখে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার শতকের দেখা পান তিনি। কিন্তু অন্য প্রান্ত থেকে উপযুক্ত সঙ্গীর অভাবে অস্ট্রেলিয়ার সামনে বড় লক্ষ্য দিতে পারছে না সফরকারীরা।
অবশ্য টানা দ্বিতীয় জয়ের আশা একটা সময় দেখতে শুরু করেছিল ইংলিশরা। যখন দ্বিতীয় ইনিংসে তারা ৩ উইকেটে ২১৯ রানে পৌঁছেছিল। তখন তাদের লিড ৩৬ রানের। কিন্তু এরপরই হঠাৎ ছন্দপতন। বেউ ওয়েবস্টার ম্যাচ ঘুরিয়ে দেন হ্যারি ব্রুককে ৪২ রানে এলবিডব্লিউ করে।

ভাঙে বেথেলের সঙ্গে ১০২ রানের জুটি। ব্রুককে ফেরানোর দুই বল পর উইল জ্যাকসকে আউট করেন অজি স্পিনার। অ্যাডাক্টর ইনজুরিতে দিনের শুরুতে মাঠের বাইরে যাওয়া বেন স্টোকস আট নম্বরে ব্যাট করতে নামেন। ৫ বলে ১ রানে তাকেও শিকার বানান ওয়েবস্টার। পার্ট টাইম অফস্পিনার হিসেবে ১৩ ওভারে ৫১ রান খরচায় ৩ উইকেট নিয়ে দিনটা অস্ট্রেলিয়ার অনুকূলে নেন তিনি।
৭৮ রানের ব্যবধানে দিনের শেষ পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড। দিন শেষে তাদের স্কোর ৮ উইকেটে ৩০২ রান। ইংল্যান্ডের পক্ষে সমান ৪২ রান করে করেন বেন ডাকেট ও ব্রুক। জেমি স্মিথ করেন ২৬ রান।
৭ উইকেটে ৫১৮ রানে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ১২৯ রানে খেলতে নেমে থেমেছেন আর ৯ রান করে। ওয়েবস্টারের সঙ্গে তার জুটি ছিল ১০৭ রানের। ২২০ বলে ১৬ চার ও ১ ছয়ে ১৩৮ রান করেন অজি অধিনায়ক। ৩৩ রানের ব্যবধানে শেষ তিন উইকেট হারায় স্বাগতিকরা। ৮৭ বলে ৭১ রানে অপরাজিত ছিলেন ওয়েবস্টার। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৫৬৭ রানে অলআউট হয়ে ১৮৩ রানের লিড পায়। এই ইনিংসে ইংল্যান্ডের ব্রাইডন কার্স ও জশ টাং তিনটি করে উইকেট পান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















