প্রবাদ আছে,বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মানেই যেন পাকিস্তান ক্রিকেটারদের ফর্মে ফেরা! অসন্ন বিপিএলেও তাই ঘটেছে। বিপিএল দিয়ে জাতীয় দলে ফিরলেন খাওয়াজা। বিপিএল খেলতে আসা ৭ ক্রিকেটারদে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আর চট্টগ্রাম কিংসের হয়ে বিপিএলের গত আসরে খেলেছিলেন পাকিস্তান খাওয়াজা নাফে।
বিপিএল খেলার পরই পাকিস্তানের ক্রিকেটে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তবে এবারের বিপিএলে পাকিস্তানের এই ব্যাটার খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। এর আগে অবশ্য দলটির হয়ে গ্লোবার সুপার লিগে খেলার অভিজ্ঞতা হয়েছে তার। ফলে নতুন দল ও নতুন পরিবেশ মনে হচ্ছে না নাফের। গত বিপিএলে ফর্মের তুঙ্গে ছিলেন নাফে।
৫ ম্যাচে খেলেই করেছিলেন ২০১ রান। এবারও বিপিএলে সেই ফর্ম ধরে রাখতে মুখিয়ে আছেন পাকিস্তানি এই ক্রিকেটার। জানিয়েছেন নতুন লক্ষ্যের কথাও। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে আজ চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল রোববার সিলেটে অনুশীলন শেষে নাফে বলেন, ‘জিএসএলেও আমি রংপুরের সাথেই ছিলাম, তাই এটা আমার জন্য নতুন দল নয়। তবে হ্যাঁ, বিপিএলে রংপুর আমার জন্য নতুন দল। তো ইনশাআল্লাহ নতুন লক্ষ্য আছে। গত বছর যেমন পারফর্ম করেছিলাম, রংপুর রাইডার্সের জন্যও তেমন পারফর্ম করার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।’
বিপিএলে পারফর্ম করার পর পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলার সুযোগ হয়েছিল তার। এরপর পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার সুযোগ হয় তার। পাকিস্তান ‘এ’ দলের হয়ে খেলেছেন টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজেও। নাফে নিজেই জানিয়েছেন বিপিএল তার জন্য পাকিস্তানের ক্রিকেটের দরজা খুলে দিয়েছিল।
কৃতজ্ঞতা স্বীকার করে পাকিস্তানের নাফে বলেন,‘গত বছর আমি ভালো পারফর্ম করেছিলাম, যার ফলে আমি ঘরোয়া ক্রিকেটে সুযোগ পাই। বিপিএলে পারফর্ম করার পরই পাকিস্তানের মানুষ জানতে পারে যে নাফেও আছে। এরপরই আমি ঘরোয়া ক্রিকেটে খেলি।’ জানুয়ারিতে পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এই সিরিজের দলে ডাক পেয়েছেন নাফে। প্রথমবারের মতো পাকিস্তান দলে সুযোগ পেয়ে নাফে জানিয়েছেন এটা তার গর্বের মুহূর্ত
