জেলা প্রশাসন থেকে বাড়ি পাচ্ছেন খৈ খৈ মারমা

জেলা প্রশাসন থেকে বাড়ি পাচ্ছেন খৈ খৈ মারমা

ছবি: সংগৃহীত।

জেলা প্রশাসন থেকে বাড়ি পাচ্ছেন খৈ খৈ মারমা , বাংলাদেশ টেবিল টেনিসের জাতীয় নারী চ্যাম্পিয়ন খৈ খৈ সাই মারমা। মাস দুয়েক আগে খৈ খৈ ও জাভেদ আহমেদ ইসলামিক সলিডারিটি গেমসে মিশ্র বিভাগে রৌপ্য জেতেন। রাঙমাটি জেলার রাজস্থলী উপজেলার প্রত্যন্ত এক গ্রামে জীর্ণশীর্ণ ঘরে বসবাস করেন খৈ খৈ। রাঙামাটি জেলা প্রশাসন তাকে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী এ বিষয়ে বলেন,

‘খৈ খৈ রাঙামাটির গর্বিত সন্তান। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে বাড়ি করে দেয়া হবে। মন্ত্রণালয় বা অন্য কোনো সংস্থার নির্দেশনা নয়, জেলা প্রশাসন স্বেচ্ছায় একজন কৃতি ক্রীড়াবিদের পাশে দাড়িয়েছে। খৈ খৈয়ের উপজেলায় জায়গা থাকলেও সেখানে তাদের আত্নীয়-স্বজন ও বসবাস কম। তাই এখন যে গ্রামে রয়েছে, সেখানের জায়গায় স্থায়ী ঘর তৈরি করা হবে।

খৈ খৈ মারমার গ্রামের বাড়িতে জেলা প্রশাসনের কর্মকর্তারা, ছবি : সংগৃহীত

পাহাড়ী এলাকায় বাড়ি খৈ খৈ মারমার। নির্মাণ সামগ্রী নিয়ে যাতায়াত বেশ কঠিনই। এরপরও দ্রুতই আশ্বাস বাস্তবায়নে জেলা প্রশাসক বলেছেন,

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খৈ খৈয়ের বিষয়টি খুব ভালোভাবে বুঝিয়ে দেয়া হয়েছে। আমি থাকি বা না থাকি তার বাড়ি হবে। পাহাড়ি এলাকা মাটির গঠনের ওপর নির্ভর করে প্রকৌশলী ডিজাইন করবে। এরপর সেটা দ্রুতই বাস্তবায়ন হবে।

উচ্ছ্বসিত খৈ খৈ মারমা বলেছেন, ‘আমার পরিবারের জন্য খুব উপকার হবে। জেলা প্রশাসক, ইউএনও স্যার আমার বাড়িতে একটি জায়গা দেখেছেন। আমাদের সম্মতিতেই বর্তমান ভিটাতেই ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।

Exit mobile version