৪০তম জাতীয় টেবিল টেনিসের আজ ছিল সমাপনী দিন। বিকেএসপির শিক্ষার্থী খৈ খৈ মারমা ৮ ইভেন্টে পদক পেয়েছেন। এর মধ্যে ৬ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ৭ দিনব্যাপী প্রতিযোগিতায় সিনিয়র-জুনিয়র মিলিয়ে ১৪ ইভেন্টের মধ্যে বিকেএসপি ৯ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে জাতীয় টেবিল টেনিসের সমাপনীতে হাজির হয়েছিলেন সাবেক তারকা খেলোয়াড়রাও। গত জাতীয় নারী চ্যাম্পিয়ন সাদিয়া রহমান মৌকে সরাসরি তিন সেটেই হারিয়েছেন খৈ খৈ। পুরুষ বিভাগে মোহতাসিন আহমেদ হৃদয় ৩-১ সেটে পরাজিত করেছেন সাবেক চ্যাম্পিয়ন রামহিম লিয়ান বমকে। হৃদয়ের এটি তৃতীয় জাতীয় শিরোপা হলেও খৈ খৈ এর প্রথম।
প্রথমবার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বসিত খৈ খৈ বলেন, ‘আগেরবারও টার্গেট ছিল সিনিয়র ও জুনিয়র দুটোতেই চ্যাম্পিয়ন হওয়ার, কিন্তু মৌ আপুর কাছেই হেরেছিলাম। এবার টিমসেও উনার কাছে হেরেছি। সিংগেলে যখন শুরুটা ভালো হয়েছিল, তখন থেকেই আত্মবিশ্বাসী ছিলাম।’
মাস দুয়েক আগে সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমসে খৈ খৈ ও জাভেদ আহমেদ মিশ্র বিভাগে বাংলাদেশকে রৌপ্য পদক এনে দেন। যা বাংলাদেশের টেবিল টেনিসের ইতিহাসে সেরা অর্জন। এমন সাফল্যের পর জাতীয় পর্যায়ে খৈ খৈ নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন।
খৈ খৈ বালিকা, মহিলা একক, বালিকা দ্বৈত ও দলগত, মিশ্র দ্বৈত (সিনিয়র ও জুনিয়র ) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। মহিলা এককে মৌ হারলেও দ্বৈত ইভেন্টে তার বোন সোমাকে নিয়ে জিতেছেন।

ইসলামিক গেমসে খৈ খৈ এর পার্টনার জাভেদ একক ইভেন্টে ফাইনালে উঠতে পারেননি। হৃদয়ের কাছে হেরেছেন। তৃতীয়বারের মতো জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর হৃদয়।
এবারের প্রতিযোগিতায় বিকেএসপির খেলোয়াড়রা নিজ প্রতিষ্ঠানের হয়েই খেলেছেন। অন্য সময়ে অন্য দলের হয়ে খেলতেন। এবার বিকেএসপির হয়ে খেলায় জুনিয়র বিভাগে ৭ ইভেন্টেই চ্যাম্পিয়ন বিকেএসপি। সিনিয়র বিভাগে মহিলা এককে খৈ খৈ এবং মিশ্র দ্বৈতে খৈ খৈ-হাসিব আরও দুটি শিরোপা এনে দেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















