কিংস ও মোহামেডান ড্র, ইয়ংমেন্স জয়ী
আবাহনীর বিপক্ষে হার এড়াল কিংস – জিততে পারেনি মোহামেডানও , বাংলাদেশের ফুটবল লিগে আজ চারটি ম্যাচ হয়েছে। কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর মধ্যকার ম্যাচটি ২-২ গোলে এবং কুমিল্লায় মোহামেডান-রহমতগঞ্জ ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। এছাড়া ব্রাদার্স ইউনিয়ন-ফর্টিজের ম্যাচ ১-১ গোলে ড্র হয়। তবে ইয়ংমেন্স ফকিরেরপুল ২-১ গোলে হারিয়েছে পিডব্লিউডিকে।
দুই পরাশক্তি আবাহনী-বসুন্ধরা কিংস লড়াইয়ে ৫ মিনিটে রাকিব হোসেন ও ১৬ মিনিটে ইমানুয়েল সানডের গোলে কিংস ২-০ গোলের লিড পায়। তবু জিততে পারেনি তারা। মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে ১৯ ও ৫১ মিনিটে জোড়া গোল করে আবাহনীকে সমতায় ফেরান। কিন্তু সেই দিয়াবাতের কারণেই জেতা হয়নি আবাহনীর।

আর কিংস বেঁচে গেছে ৭০ মিনিটে দিয়াবাতের পেনাল্টি গোলরক্ষক আনিসুর রহমান জিকো ঠেকিয়ে দেওয়ার কারণে। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছেড়েছে দুই দল। তবে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আবাহনী ৫ নম্বরে।
কুমিল্লার ম্যাচে দুই দলের গোল ভাগাভাগি
কুমিল্লায় রহমতগঞ্জের বিপক্ষে ১-১ ড্র করেছে মোহামেডান। ২৪ মিনিটে সলোমন কিংয়ের বাড়ানো বল গোল করেন নেপালি ডিফেন্ডার লিম্বু। ৬২ মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভের পাস থেকে গোল করেন ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেং। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে মোহামেডান, সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় রহমতহঞ্জ।

মুন্সিগঞ্জের ব্রাদার্স ইউনিয়ন ও ফর্টিজের ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়। ব্রাদার্স আগে গোল করে লিড নেয়। ফর্টিজের পা ওমার পেনাল্টি থেকে ম্যাচে সমতা আনেন। এই ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে ফর্টিজ দ্বিতীয় ও ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ব্রাদার্স।
গাজীপুরে পিডব্লিউডিকে ২-১ গোলে হারিয়েছে ফকিরেরপুল। বেন ইব্রাহিম ও আরিয়ান হোসেনের গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফকিরেরপুল। ৫০ মিনিটে শিহাব মিয়া লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় ফকিরেরপুল।
শেষ দিকে মিনহাজুল স্বাধীন পেনাল্টি থেকে ব্যবধান কমায়। শেষ পর্যন্ত দশ জনের ফকিরেরপুলই জয় নিয়ে মাঠ ছাড়ে। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে ফকিরেরপুল রেলিগেশন এড়িয়ে ৮ম স্থানে। পিডব্লিউডি ৭ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















