ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় জয় কিউইদের
ক্যারিবিয়ানদের রেকর্ড ব্যবধানে হারিয়ে – সিরিজ নিউজিল্যান্ডের । অবশ্য মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের মঞ্চটা প্রস্তুত রেখেছিল নিউজিল্যান্ড। তাদের বিপক্ষে জিততে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ইতিহাস গড়তে হতো। চতুর্থ ইনিংসে ক্যারিবীয়দের তাড়া করতে হতো ৪৬২ রানের পাহাড়সম টার্গেট। এ জয়ের ফলে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। ড্র দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।
শেষ দিনে বিনা উইকেটে ৪৩ রান নিয়ে আজ শেষ দিনে ব্যাট করতে নামা উইন্ডিজ ম্যাচটা বাঁচাতে পারলেও বড় প্রাপ্তি হতো। কিন্তু না! জ্যাকব ডাফির বিধ্বংসী বোলিংয়ে সফরকারীদের সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ৩২৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ।
বিশাল ব্যবধানে ক্যারিবীয়দের বিপক্ষে এটিই নিউজিল্যান্ডের সবচেয়ে বড় টেস্ট জয়। এর আগে ২০১৭ সালে হ্যামিল্টনে ২৪০ রানের জয়ই ছিল ব্ল্যাক ক্যাপসদের সর্বোচ্চ।
এদিন ব্র্যান্ডন কিং ৩৭ ও জন ক্যাম্পবেল ২ রান নিয়ে পঞ্চম দিনে মাঠে নামে। জয়ের জন্য শেষদিনে তখনও ওয়েস্ট ইন্ডিজকে ৮৮ ওভারে ৪১৯ রান করতে হতো। এই কঠিন সমীকরণ মেলাতে পারেনি দলটি। বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে দ্রুতই ছন্দ হারায় সফরকারীরা। এদিন ৯৫ রান যোগ করতেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৫১ রানের মধ্যে হারায় সবকটি উইকেট।
ইনিংস থামে ১৩৮ রানে। দলের পক্ষে একমাত্র প্রতিরোধ গড়েন ওপেনার ব্র্যান্ডন কিং। তিনি করেন ৬৭ রান। জন ক্যাম্পবেল ১৬ ও টেভিন ইমলাচ ১৫ রান যোগ করেন। বাকি ব্যাটারদের কেউই ২০ রানের ঘর পার করতে পারেননি। প্রথম ইনিংসে ৮৬ রানে ৪ উইকেট নেওয়া জ্যাকব ডাফি দ্বিতীয় ইনিংসে ছিলেন আরও ভয়ংকর। মাত্র ৪২ রান খরচায় ৫ উইকেট নেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এই পেসার। এছাড়া এজাজ প্যাটেল ২৩ রানে ৩ উইকেট নেন।
