শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি- নতুন উচ্চতায় রোহিত

শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি- নতুন উচ্চতায় রোহিত

শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি- নতুন উচ্চতায় রোহিত, ছবি: সংগৃহীত

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলার জন্য ফিটনেস ধরে রাখা জরুরি। তাই ১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে নেমেছেন বিরাট কোহলি। ফিরেই ভেঙেছেন শচীন টেন্ডুলকারের রেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন তিনি। একই দিনে সবচেয়ে বেশিবার ১৫০ রান করার রেকর্ড ছুঁয়েছেন রোহিত শর্মা।

আজ দিল্লির হয়ে বেঙ্গালুরুতে অন্ধ্রের বিপক্ষে ৩৩০তম ইনিংস খেলতে নেমে ১৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন কোহলি। দিল্লির হয়ে এদিন ১০১ বলে ১৩১ রান করেছেন তিনি।

বিজয় হাজারে ট্রফিতে কোহলি ফিরেই ভেঙেছেন শচীন টেন্ডুলকারের রেকর্ড, ছবি: সংগৃহীত

এই রান করতে শচীন খেলেছিলেন ৩৯১ ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৫১ ম্যাচে ৫৩৮ ইনিংস খেলে ২১ হাজার ৯৯৯ রান করে ক্যারিয়ারের ইতি টানেন ভারতের এই কিংবদন্তি লিটল মাস্টার। এর মধ্যে ভারতের জার্সিতে ৪৫২ ওয়ানডেতে তার রান ১৮ হাজার ৪২৬।

কোহলি ভারতের হয়ে ২৯৬ ওয়ানডে খেলে করেছেন ১৪ হাজার ৫৫৭ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের তালিকায় সেরা ৫ জনের মধ্যে ভারতীয় হিসেবে কেবল শচীন ও কোহলি আছেন। গর্ডন গ্রিনিজ (৪২২ ইনিংস), রিকি পন্টিং (৪৩০ ইনিংস) এবং গ্রাহাম গুচ ও ভিভ রিচার্ডস (৪৩৫ ইনিংস) তাদের উপরে।

৭ বছর পর বিজয় হাজারে ট্রফিতে রোহিত শর্মা, ছবি: সংগৃহীত

বিজয় হাজারে ট্রফিতে রোহিত শর্মা ফিরেছেন ৭ বছর পর। এদিন দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে ৬২ বলে সেঞ্চুরি করেন ৩৮ বছর ও ২৩৮ দিন বয়সি রোহিত। সিকিমের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে তিনি ইনিংস শেষ করেছেন ৯৪ বলে ১৮ চার ও ৯ ছক্কায় ১৫৫ রান করে। এটি রোহিতের ৯ম দেড়শ ছাড়ানো ইনিংস।

তিনি ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের রেকর্ডকে। সাবেক এই অজি ওপেনারও ৯ বার ১৫০ প্লাস রান করেছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে।

Exit mobile version