বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরকার অন্ধকার এবার প্রকাশ্যে। বিসিবির বর্তমান বোর্ডের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ তুলেছেন সংস্থাটিরই পরিচালক ও সিসিডিএম কমিটির চেয়ারম্যান আদনান রহমান দিপন। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপে তিনি দাবি করেছেন, বিসিবিতে শেষ ৬ মাসে গত ১৫ বছরের সমপরিমাণ দুর্নীতি হয়েছে!
ক্লাব কোটায় নির্বাচনের মাধ্যমে বিসিবির পরিচালক হওয়া দিপন বলেন, একজন বোর্ড পরিচালক হিসেবে তিনি শতভাগ নিশ্চিত হয়েই এই অভিযোগ করছেন। তার ভাষায়, বোর্ডের ভেতরে প্রবেশ না করলে এত বিস্তৃত দুর্নীতির চিত্র কল্পনাই করা যেত না। অনেক কিছুই ছিল তাদের ধারণার বাইরের।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর বিসিবির দায়িত্ব দেওয়া হয় সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে। প্রায় নয় মাস পর বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বিসিবির সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। বর্তমান বোর্ডে সহ-সভাপতির দায়িত্বে আছেন ফারুক আহমেদ। অভিযোগ উঠেছে, বুলবুল ও ফারুকের নেতৃত্বে সদ্য পদত্যাগ করা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের প্রত্যক্ষ সহায়তায় বিসিবিতে চলেছে দুর্নীতির মহোৎসব।

এরই মধ্যে একের পর এক ঘটনায় সেই অভিযোগ আরও জোরালো হয়েছে।
সম্প্রতি বিসিবির নির্মাণাধীন পূর্বাচল স্টেডিয়ামের পিচ তৈরির জন্য আনা প্রায় ৩০ কোটি টাকার মাটি দিনের আলোতেই চুরি হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। বিসিবি আজও সেই মাটির কোনো হদিস দিতে পারেনি। শুধু পূর্বাচল নয়, দেশের অন্যান্য স্টেডিয়াম থেকেও মাটি লাপাত্তার অভিযোগ সামনে এসেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়েও পরিস্থিতি উদ্বেগজনক। গত মৌসুমকে দেশের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত বিপিএল আয়োজন বলে আখ্যা দেওয়া হয়েছে। দেশি ও বিদেশি বহু ক্রিকেটার পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছেন। ম্যাচ ফিক্সিং নিয়েও তখন গুঞ্জন ছড়ায়। চলতি মৌসুমের বিপিএল আয়োজন নিয়েও শুরু থেকেই বিতর্ক পিছু ছাড়েনি। বিতর্কিত ব্যক্তিদের ফ্র্যাঞ্চাইজি মালিক হওয়া এবং সন্দেহভাজনদের অবাধ যাতায়াত নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এর সরাসরি প্রভাব পড়েছে দেশের ঘরোয়া ক্রিকেটে। তৃণমূল ক্লাব ক্রিকেট কার্যত অচল হয়ে পড়েছে। ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগে যেখানে ২০টি ক্লাব অংশ নেওয়ার কথা, সেখানে আয়োজন করা হচ্ছে মাত্র ১২টি ক্লাব নিয়ে। ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।
এই বাস্তবতায় বিসিবিরই একজন পরিচালক প্রকাশ্যে বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। প্রশ্ন উঠছে, দেশের ক্রিকেট পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি আদৌ কার স্বার্থে কাজ করছে। আর সেই প্রশ্নের উত্তর না মিললে, বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েই উদ্বেগ আরও ঘনীভূত হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















