টি-টোয়েন্টিতে বাঁহাতি স্পিনার সোনম ইয়েশের বিশ্বরেকর্ড , আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য কীর্তি গড়েছেন ভুটানের বাঁহাতি স্পিনার সোনম ইয়েশে। মায়ানমারের বিপক্ষে মাত্র ৭ রানে ৮ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। যেকোনো পর্যায়ের স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮ উইকেট নেওয়ার প্রথম ঘটনা এটি।
ভুটান সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে মায়ানমার। আজ গালেফু ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ভুটান ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান করে। ন্যামগাং চিজে ৪৫ বলে ৫ চার, ১ ছয়ে ৫০ রান করেন।
মায়ানমারের পক্ষে ২টি করে উইকেট নেন কো কো লিন থু, পাইয়ি ফাইয়ো ওয়াই ও থুয়া অং। জবাবে উদ্বোধনী জুটিতে মায়ানমার মাত্র ২ ওভারেই ২১ রান তুলে দারুণ শুরু পায়।
এরপর ২২ বছর বয়সি সোনাম ইয়েশের বাঁহাতি স্পিনে বিপর্যস্ত হয় মায়ানামারের ব্যাটিং লাইন। তিনবার পরপর দুই বলে উইকেট শিকার করলেও হ্যাটট্রিক পাননি ইয়েশে।
মায়ানমার ৯.২ ওভারে ৪৫ রানে গুটিয়ে যায়। ৮২ রানে হারে তারা। ৪ ওভারে ১ মেডেনে ৭ রান দিয়ে ৮ উইকেট নিয়ে থামেন সোনম ইয়েশে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭ উইকেট নেওয়ার কীর্তি আছে দুটি। ২০২৩ সালে চীনের বিপক্ষে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস ৮ রানে ও এ বছর ভুটানের বিপক্ষে বাহরাইনের আলী দাউদ ১৯ রানে ৭ উইকেট নেন।
স্বীকৃতি টি-টোয়েন্টিতে ৪ বোলার ৭ উইকেট নিয়েছেন। সবমিলিয়ে তাই সোনম ইয়েশের বোলিং এই ফরম্যাটের যেকোনো পর্যায়ের জন্যই সেরা।
