ফুটবল মাঠে বয়স কেবল একটি সংখ্যা, সেটা আবার প্রমাণ করতে চলেছেন কাজুয়োশি মিউরা। ৫৮ বছর বয়সে নতুন ক্লাবে যোগ দিচ্ছেন জাপানের কিংবদন্তি স্ট্রাইকার । জাপানের তৃতীয় বিভাগের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন ‘কিং কাজু’। এর মাধ্যমে পেশাদার ফুটবলার হিসেবে শুরু হবে তার অবিশ্বাস্য ৪১তম মৌসুম।
রোববার ২১ ডিসেম্বর স্থানীয় গণমাধ্যম জানায়, গত মৌসুমে জাপানের চতুর্থ বিভাগের ক্লাব এ্যাথলেটিকো সুজুকার হয়ে খেলার পর এক বছরের জন্য ধারে ফুকুশিমা ইউনাইটেডে যোগ দিচ্ছেন মিউরা। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তবে মিউরার দলবদলের ঘোষণার নিজস্ব এক ঐতিহ্য আছে। তার সাম্প্রতিক দল পরিবর্তনগুলো সাধারণত ১১ জানুয়ারি সকাল ১১টা ১১ মিনিটে ঘোষণা করা হয়ে থাকে, যা তার জার্সি নম্বর ১১ এর সঙ্গে মিল রেখে করা হয়।

জাপান জাতীয় দলের সাবেক এই ফরোয়ার্ড আগামী ফেব্রুয়ারিতে ৫৯ বছরে পা দেবেন। গত মৌসুমে সুজুকার হয়ে তিনি খেলেছেন সাতটি ম্যাচ। তবে লিগ টেবিলে দ্বিতীয়-শেষ স্থানে থাকা দলটি প্লে-অফে হেরে জাপানের আঞ্চলিক লিগে অবনমন হয়।
১৯৮৬ সালে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন মিউরা। এরপর ইতালি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া ও পর্তুগালের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। ১৯৯৩ সালে পেশাদার জে-লিগ চালু হলে জাপানে ফুটবলের জনপ্রিয়তা গড়ে তোলার ক্ষেত্রে মিউরার অবদান ছিল গুরুত্বপূর্ণ।
১৯৯০ সালে জাপান জাতীয় দলে অভিষেক হয় তার। জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচে ৫৫ গোল করলেও ১৯৯৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলা জাপান দলের স্কোয়াডে তাকে রাখা হয়নি। সেই সিদ্ধান্ত তখন দেশজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
দীর্ঘ ক্যারিয়ার, অসংখ্য অধ্যায় আর বয়সকে উপেক্ষা করা এক যোদ্ধার গল্প নিয়ে আবারও মাঠে ফিরছেন কিং কাজু। ফুটবল ইতিহাসে এমন অধ্যায় খুব কমই আছে, যেখানে সময় নিজেই হেরে যায় মানুষের জেদের কাছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















