ইংলিশ প্রিমিয়ার লিগে আগের দিন পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে তাদের থেকে আরও এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আর্সেনালের। কিন্তু বৃহষ্পতিবার রাতে সে সুযোগটি তারা কাজে লাগাতে পারেনি। নিজেদের মাঠের খেলায় লিভারপুলের সঙ্গে গোল শূন্য ড্র করেছে তারা। ফলে ব্যবধানটা সেই ছয় পয়েন্টে থাকলো।
২১ ম্যাচ শেষে আর্সেনাল ৪৯ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে। ম্যানসিটির পয়েন্ট ৪৩। আর লিভারপুল ৩৫ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ৪৩।
আগের রাতে ব্রাইটনের সঙ্গে ড্র করে ম্যানচেস্টার সিটি। ফলে ব্যবধানটা আট করার সুযোগ ছিল আর্সেনালের। দাপটেই শুরু করেছিল তারা। লিভারপুলকে ভালোভাবেই চেপে ধরেছিল। তবে দুর্ভাগ্য তাদের। কনোর ব্রাডলির একটা শট তো পোস্টে লেগে ফিরে আসে।
ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ হতে এখনো অনেক পথ বাকি। প্রতিটা দলকে এখনো ১৭টি ম্যাচ খেলতে হবে। অর্থাৎ ৫১ পয়েন্টের লড়াই। এর মধ্যে আর্সেনাল ৪৫ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত। তাহলে দীর্ঘ প্রায় দুই যুগ পর আবার আর্সেনালে শিরোপার দেখা পাবে। সর্বশেষ তারা ২০০৩-০৪ মৌসুমে শিরোপা জয় করেছিল। মাত্র স্বল্প সময়ের ব্যবধানে তিনবার তারা শিরোপার দেখা পেলেও ২০০৪ সালের পর আর চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০০৪ সালের আগে ২০০২ ও ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















