বিতর্ক পেছনে ফেলে সালাহ
স্কোয়াড থেকে বাদ পড়া, কোচের সঙ্গে দূরত্ব আর প্রকাশ্য অসন্তোষের পরও মোহামেদ সালাহ আবারও প্রমাণ করলেন, সালাহ ফিরতেই বদলে গেল ম্যাচ ,বড় মঞ্চে তিনি আলাদা। ব্রাইটনের বিপক্ষে ম্যাচে বেঞ্চ থেকে মাঠে খেলতে নেমেই এক অ্যাসিস্টে ইতিহাস গড়েছেন মিশরীয় ফরোয়ার্ড। হুগো একিতিকের জোড়া গোলে অ্যানফিল্ডে ২-০ ব্যবধানে জিতেছে লিভারপুল।

সালাহ ফিরতেই বদলে গেল ম্যাচ , শনিবার ঘরের মাঠে লিভারপুল ও ব্রাইটনের লড়াইটা শুরু থেকেই ছিল টানটান। বলের দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে বেশি কার্যকর ছিল স্বাগতিকরা। ১৮টি শট নেয় লিভারপুল, যার পাঁচটি ছিল লক্ষ্যে। বিপরীতে ব্রাইটনের ১৪ শটের মধ্যে মাত্র একটি পোস্টে রাখতে পারে। ম্যাচের দুই গোলই করেন একিতিকে। এই জয় সাম্প্রতিক অনিয়মিত পারফরম্যান্সে ভোগা লিভারপুলের জন্য স্বস্তির নিঃশ্বাস হলেও ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের ছয়ে।
এদিনও শুরুর একাদশে ছিলেন না সালাহ
২৬ মিনিটে ডেভিড গোমেজ চোটে পড়লে আর্নে স্লট তাকে মাঠে নামান। এরপর একিতিকের একটি গোলে নিখুঁত অ্যাসিস্ট করেন সালাহ। সেটাই তাকে তুলে নেয় ইতিহাসের পাতায়। প্রিমিয়ার লিগে একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল অবদানের রেকর্ড ছিল ওয়েইন রুনির ২৭৬। লিভারপুলের জার্সিতে ২৭৭তম গোল অবদানে সেই রেকর্ড ভেঙেছেন ৩৩ বছর বয়সী সালাহ।
একই রাতে স্টামফোর্ড ব্রিজে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। চোট কাটিয়ে ফেরার পর তৃতীয় ম্যাচেই গোল পান কোল পালমার। অন্য গোলটি করেন ফরাসি ডিফেন্ডার মালো গুস্তো। ম্যাচজুড়ে দাপট ছিল এনজো মারেসকার দলের। ৫৮ শতাংশ বলের দখল রেখে ১৬ শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে রাখে চেলসি। এভারটনের আট শটের মধ্যে মাত্র একটি ছিল অন টার্গেট।
চার ম্যাচ জয়হীন থাকার পর এই জয়ে ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে উঠে এসেছে চেলসি। অ্যাস্টন ভিলা ৩০ পয়েন্ট নিয়ে আছে তিনে। শীর্ষে থাকা আর্সেনাল পয়েন্ট বাড়িয়ে নিয়েছে ৩৬ এ, আর এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৩১ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।
অন্যদিকে উলভারহ্যাম্পটনের বিপক্ষে আর্সেনালের জয় এসেছে অদ্ভুতভাবে। ম্যাচের প্রথম ভাগে আক্রমণে ধারহীন ছিল মিকেল আর্তেতার দল। ৭০ মিনিটে উলভস গোলরক্ষক স্যাম জনস্টোনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৯০ মিনিটে তোলু আরাকোদারের গোলে সমতায় ফেরে উলভস। কিন্তু চার মিনিট পর আরেকটি আত্মঘাতী গোল তাদের হার নিশ্চিত করে দেয়।
এক রাতেই রেকর্ড, প্রত্যাবর্তন আর আত্মঘাতী নাটকে ভর করে প্রিমিয়ার লিগ আবারও দেখাল, এখানে গল্প বদলায় নব্বই মিনিটেই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















