এফএ কাপ থেকে বিদায়ে ম্যানইউয়ের লজ্জা আরো বাড়িয়ে দিয়েছে। প্রিমিয়ার লিগে নাজুক অবস্থায় থাকা দলটি এফএ কাপ থেকেও ছিটকে গেছে। রবিবার রাতে নিজেদের মাঠে তারা তৃতীয় রাউন্ডের খেলায় ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
ম্যাচের শুরুতেই ব্রাইটন এগিয়ে যায়। ব্রায়ান গ্রুডা দ্বাদশ মিনিটে গোল করে স্বাগতিকদের দুঃশ্চিন্তায় ফেলে দেন। ৬৪ মিনিটে ড্যানি ওয়েলবেক গোল করে ম্যানইউয়ের বিদায় নিশ্চিত করেন। গোল পেয়েছে ম্যানইউও। তবে তা দলের হার এড়ানোর জন্য যথেষ্ঠ ছিল না। ৮৫ মিনিটে বেঞ্জামিন সেসকো গোল করে ম্যানইউকে একটা আশা দেখিয়েছিলেন। কিন্তু সে আশা আর বাস্তবে রূপ নেয়নি।
এই হারের ফলে নতুন বছর শুরু হতে না হতেই ম্যানইউয়ের সব আশা শেষ হয়ে গেল। ট্রফি জয়ের আর কোনো সুযোগ থাকলো না তাদের। এফএ কাপে সম্ভাবনা শেষ। প্রিমিয়ার লিগে ম্যানইউয়ের কট্টর সমর্থকও শিরোপা স্বপ্ন দেখার দুঃসাহস দেখাবে না।
এই হারের ফলে একটা লজ্জার রেকর্ড গলায় নিতে হয়েছে ম্যানইউকে। ১৯৮১-৮২ মৌসুমের পর এই প্রথম তারা ঘরোয়া প্রতিযোগিতায় উভয় টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেল। এর ফলে তারা মৌসুমে মাত্র ৪০টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাবে। ১১১ বছরের ইতিহাসে ম্যানচেস্টার ইউনাইটেডের বেলায় এটি প্রথম ঘটছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














