ওলভারহামটনের বিপক্ষে ম্যানইউয়ের বিষ্ময়কর ড্র

ইংলিশ প্রিমিয়ার লিগ

ওলভারহামটনের বিপক্ষে ম্যানইউয়ের বিষ্ময়কর ড্র

ম্যানইউ ও ওলভারহামটনের ম্যাচে, ১-১ গোলে সমতা। ছবি: সংগৃহীত

ওলভারহামটনকে হারাতে পারল না ম্যানইউ

ওলভারহামটনের বিপক্ষে ম্যানইউয়ের বিষ্ময়কর ড্র , ইংলিশ প্রিমিয়ার লিগে ওলভারহামটনের অবস্থা বেশ নাজুক। পয়েন্ট টেবিলের একেবার তলানিতে অবস্থান তাদের। মৌসুমে এখনো পর্যন্ত জয়ের মুখ দেখেনি। হার তাদের নিত্য সঙ্গী। ১৯ ম্যাচে ১৬টিতে হার, তিনটিতে ড্র। সর্বশেষ ড্র বা ভান্ডারে পয়েন্ট জমা হয়েছে মঙ্গলবার রাতে। এদিন তারা রুখে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি

ম্যানইউ ও ওলভারহামটনের ১-১ গোলে ড্র। ছবি: সংগৃহীত

দূর্ভাগ্য ম্যানচেস্টার ইউনাইটেডের। আগে গোল করেও তারা জয়ের দেখা পায়নি। নিজেদের মাঠের খেলায় জোসুয়া জির্কজি ২৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। বিরতির আগেই ওলভারহামটন সে গোল ফিরিয়ে দেয়। কোনো দল আর গোল করতে পারেনি। লাডিস্লাভ করেন গোলটি।

এ গোলটি ওলভারহামটনের জন্য ছিল গুরুত্বপূর্ণ। একদিকে তারা হার থেকে রক্ষা পেয়েছে। অন্যদিকে টানা হার থেকে রেহাই মিলেছে। আগের ১১টি ম্যাচে হারের তিক্ত স্মৃতি নিয়ে তার এ ম্যাচে মাঠে নেমেছিল।

১৯ ম্যাচ শেষে ওলভারহামটনের সংগ্রহ মাত্র তিন পয়েন্ট। এ বছর তারা নিজেদের পয়েন্টকে দুই অংকে নিতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে। তবে ম্যাচ শেষ হতে গ্যালারিতে অন্যরকম এক আবহ তৈরি হয়। ওলভারহামটনের সমর্থকরা ‌’আমরা একটা পয়েন্ট পেয়েছি’ বলে চিৎকার করতে থাকে।

এদিকে ম্যানইউয়ের অবস্থায় ছয়ে। ৩০ পয়েন্ট সংগ্রহ তাদের। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান ৪৫।

Exit mobile version