ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন বছরের প্রথম দিনেই সমর্থকদের হতাশ করেছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। তাদের সমর্থকদের হতাশার দিনে দূর থেকে হেসেছে আর্সেনালের সমর্থকরা।
বুধবার রাতে ম্যানচেস্টার সিটি অ্যাওয়েতে সান্ডারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। একই রাতে লিভারপুল পয়েন্ট ভাগাভাগি করেছে লিডস ইউনাইটেডের সঙ্গে। এ ম্যাচটিও গোলশূন্য ড্রতে শেষ হয়েছে। অন্যদিকে আগের রাতে আর্সেনাল তাদের নিজ ম্যাচে জয় পাওয়ায় স্বস্তিতে রয়েছে।
১৯তম ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে। সমান ম্যাচে ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৪১ পয়েন্ট। তাদের অবস্থান দুইয়ে। আর লিভারপুলের অর্জন ৩৩ পয়েন্ট। তারা রয়েছে চতুর্থ স্থানে। ২৯ পয়েন্ট নিয়ে সান্ডারল্যান্ড সপ্তম স্থানে।

সান্ডারল্যান্ড সপ্তম স্থানে থাকলেও ম্যানচেস্টার সিটির সমর্থকরা এ ম্যাচ নিয়ে শঙ্কিত ছিলেন। সান্ডারল্যান্ডের রেকর্ডই তাদের মাঝে শঙ্কা ছড়িয়ে দিয়েছিল। এ ম্যাচের আগে সান্ডারল্যান্ড ১৮ ম্যাচের ৯টি খেলেছে নিজেদের মাঠে। সবগুলো ম্যাচে তারা ছিল অপরাজিত। এ ম্যাচেই সেই কীর্তি ধরে রেখেছে।
উভয় দলই অবশ্য আক্রমণ আর প্রতি আক্রমণে খেলাটা বেশ উপভোগ্য করে তুলেছিল। এর মাঝে শুরুতে বের্নাডো সিলভা গোল করেছিলেন। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়। ব্রায়ান ব্রবে ও আলিং হালান্ডের চেষ্টা প্রতিহত করেন সান্ডারল্যান্ড গোলরক্ষক।
বিরতির আগে স্বাগতিক দল ব্যবধান গড়ার চমৎকার সুযোগ পেয়েছিল। কিন্তু গ্রানিত ঝাকার ক্রস থেকে হুমে যে হেড নিয়েছিলেন তা ম্যানসিটি গোলরক্ষককে স্বস্তি দিয়ে ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















