শেষ দল হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সরাসরি শীর্ষ আটে খেলা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। বুধরাতে রাতে তারা নিজেদের মাঠের খেলায় গালাতাসারেকে ২-০ গোেলে হারিয়েছে। আর্লিং হালান্ড ও রায়ান চেরকি গোল করেন।
এ জয়ের ফলে ৮ ম্যাচ থেকে ম্যানচেস্টার সিটির সংগ্রহ ১৬। বার্সেলোনা, স্পোর্টিং সিপি ও চেলসিরও পয়েন্ট ১৬। তবে গোল পার্থক্যে সিটি অন্য তিন দলের নিচে থাকলেও সরাসরি শীর্ষ আটে থাকার সুযোগ পেয়েছে।
এক নজরে যে সব দল শীর্ষ ৮ দলে রয়েছে: আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি।
নক আউট প্লে অফে যারা সুযোগ পেয়েছে (৯ থেকে ২৪ পর্যন্ত) : রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল, জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, লেভারকুসেন, বরুসিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুগা, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বোডো/গ্লিমট ও বেনফিকা।
বাদ পড়েছে যারা: মার্শেই, পাফোস, ইউনিয়ন সেঁ–জিলোয়াস, পিএসভি আইন্দহফেন, বিলবাও, নাপোলি, কোপেনহেগেন, আয়াক্স, ফ্রাঙ্কফুর্ট, স্লাভিয়া প্রাগ, ভিয়ারিয়াল ও কাইরাত আলমাতি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











