বর্তমান চ্যাম্পিয়ন নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে অ্যাওয়েতে সেমিফাইনালের প্রথম লেগের খেলায় ম্যানসিটি ২-০ গোলে জয় পেয়েছে। উভয় গোলই হয় দ্বিতীয়ার্ধে। অ্যান্তোনি সেমেনিও এবং রায়ার চেরকি গোল দুটো করেন।
আগামী ৪ ফেব্রুয়ারি ম্যানসিটি সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে। এ ম্যাচটি ম্যানসিটি নিজেদের মাঠে খেলবে। ফলে ফাইনালের স্বপ্ন তারা এখন দেখতেই পারে। অন্যদিকে সেমিফাইনালে দ্বিতীয় লেগে অ্যাওয়েতে হওয়ায় নিউক্যাসেলের সামনের পথটি বেশি কঠিন হয়ে পড়লো।
উভয় দল এ ম্যাচের জন্য তাদের দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়ে মাঠে নেমেছিল। তবে দুর্ভাগ্য নিউক্যাসল ইউনাইটেডের। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে তারা সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারতো। কিন্তু পাওয়া সুযোগটি তারা কাজে লাগাতে ব্যর্থ হয়। সুযোগ নষ্ট করেছে ম্যানসিটিও। তবে কোনো দলই প্রথমার্ধে গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যানসিটি গোল করে এগিয়ে যায়। অ্যান্তোনি সেমেনিও ৫৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। চেষ্টা করেও নিউক্যাসল গোল ফিরিয়ে দিতে পারেনি। বরং ইনজুরি সময়ে তারা আর একটা গোল হজম করে ফিরতি লেগের খেলা কঠিন করে তোলে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











