এক্সেটের সিটির জালে ম্যানসিটির গোল উৎসব

এফএ কাপ

এক্সেটের সিটির জালে ম্যানসিটির গোল উৎসব

এক্সেটের সিটির বিপক্ষে ম্যানসিটির ১০ গোল। ছবি: সংগৃহীত

গোলবন্যায় আত্মবিশ্বাস ফিরে পেল ম্যানসিটি

সময়টা ভালো যাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেষ্টার সিটির। টানা তিন ম্যাচে ড্র করেছে। তিন ম্যাচে গোল সংখ্যা মাত্র দুই। তবে শনিবার রাতে এফএ কাপে তৃতীয় রাউন্ডের খেলায় নিজেদের মাঠে এক্সেটের সিটির জালে ম্যানসিটির গোল উৎসব উপভোগ করেছেন ফুটবলপ্রেমীরা। লিগ ওয়ানে খেলা ক্লাবটির জালে ১০ বার বল ফেলেছে ম্যানসিটির খেলোয়াড়রা। ১০-১ গোলে জয় তাদের।

এক্সেটের সিটির জালে ম্যানসিটির গোল উৎসব । ছবি: সংগৃহীত

ম্যানসিটির ১০ গোল এসেছে ৯ খেলোয়াড়ের পা থেকে। এর মধ্যে জোড়া গোল করেছেন রিকো লুইস। দুই গোল আত্মঘাতি। প্রথমার্ধে দলটি ৪-০ গোলে এগিয়ে ছিল। ম্যাচের শেষ সময়ে এক্সেটের সিটি সান্ত্বনাসূচক একটা গোল পায়। তবে অবাক করার বিষয়, ম্যানসিটির এ গোল উৎসবে নিজের নাম লেখাতে পারেননি আর্লিং হালান্ড। পুরোটা সময় অবশ্য খেলেননি তিনি। ৬৩ মিনিট মাঠে থাকলেও পুরোটা সময় সতীর্থদের গোল উৎসবই দেখেছেন তিনি। নিজের গোল উৎসব করা হয়নি তার।

১৯৮৭ সালের পর ম্যানসিটির এটা সবচেয়ে বড় ব্যবধানে জয়। সে সময় তারা হাডার্সফিল্ডকে একই ব্যবধানে হারিয়েছিল।তারপর ২০১৯ সালে একবার তারা দশ গোলের কাছে যেয়ে তা স্পর্শ করতে পারেনি। বার্টনকে ৯-০ গোলে হারিয়েছিল।

ম্যানসিটি কোচ এ ম্যাচে পেপ গার্দিওলা ছয়টি পরিবর্তন এনেছিলেন। সেমেয়েনো জায়গা পেয়েছিলেন প্রথম একাদশে। ছিলেন রদ্রি ও আর্লিং হালান্ড। ১২তম মিনিটে ম্যানসিটির গোল উৎসব শুরু হয়। প্রথম গোল করেন ম্যাক্স অ্যালেনি। তারপর গোলদাতার তালিকায় নাম লেখান রদ্রি। ২০২৪ সালের মে মাসের পর এটা তার প্রথম গোল। বিরতির আগে আরও দুই গোল পায় ম্যানসিটি। উভয় গোলই ছিল আত্মঘাতি।

Exit mobile version