ম্যানচেস্টার ডার্বিতে বিধ্বস্ত ম্যানসিটি , ম্যানচেস্টারে ইউনাইটেডে স্বপ্নের মতো শুরু হলো মাইকেল ক্যারিকের। দায়িত্ব হাতে নিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন দলকে। শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে তারা। ম্যানচেস্টার ডার্বির এ লড়াইয়ে গোল করেছেন ব্রায়ান এমবিউমো ও প্যাটট্রিক ডরগু।
ম্যানচেস্টার ডার্বির এ জয়ে ম্যানইউয়ের শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে তা নয়। তবে ম্যানচেস্টার সিটির শিরোপা জয়ের স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান বেড়ে গেছে। ২২ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৫০। সমান ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট যথাক্রমে ৪৩ ও ৩৫। ম্যানসিটির জন্য নতুন করে আতঙ্ক হয়ে দেখা দিয়েছে অ্যাস্টন ভিলা। তাদেরও সংগ্রহ ৪৩ পয়েন্ট।

ম্যানচেস্টার ডার্বিতে এটা ছিল উভয় দলের ১৯৮ তম লড়াই। এ ম্যাচের আগে পয়েন্ট টেবিলে ম্যানইউয়ের অবস্থান ছিল সাতে। দীর্ঘ সময় পর ম্যানইউয়ের সাবেক অধিনায়ক ও কোচ ক্লাবে ফিরেই প্রথম ম্যাচে সমর্থকদের চমক উপহার দিলেন।
ম্যানসিটি তেমন একটা আতঙ্ক ছড়াতে পারেনি ম্যাচে। গোল মেশিন খ্যাত আার্লিং হালান্ডও প্রতিপক্ষের জন্য কোনো আতঙ্ক হতে পারেননি। ফলে এক পর্যায়ে কোচ পেপ গার্দিওলা তাকে তুলে নেন। তার আগেই অবশ্য ম্যানসিটির দুই গোল হজম হয়ে যায়। ৬৫ মিনিটে ম্যানসিটি প্রথম গোল হজম করে। ম্যানইউ দ্বিতীয় গোলের দেখা পায় ৭৬ মিনিটে।
ইংলিশ প্রিমিয়ার লিগে এদিন অনুষ্ঠিত অন্যান্য খেলায় চেলসি ২-০ গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়েছে। লিভারপুর ১-১ গোলে বার্নলির সঙ্গে ড্র করেছে। পয়েন্ট ভাগাভাগি করেছে আর্সেনালও। তারা গোলশূন্য ড্র করেছে নটিংহাম ফরেস্টের সঙ্গে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















