সময়টা ভালো যাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির। নতুন বছরের শুরু থেকেই জেঁকে বসা দুর্ভাগ্যকে তার দূর করতে পারছে না। আবার পয়েন্ট হারালো ম্যানচেস্টার সিটি দলটি। নতুন বছরে এ পর্যন্ত প্রিমিয়ার লিগে তিনটি ম্যাচ খেলেছে ম্যানসিটি। তিন ম্যাচেই ড্র করেছে।

অ্যাওয়েতে সান্ডারল্যান্ডের সঙ্গে ড্রতে শুরু। তারপর নিজেদের মাঠে চেলসির পর বুধবার রাতে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে দলটি। ১-১ গোলে ড্র।
ড্র সত্ত্বেও ম্যানসিটি পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে। তবে তাদের জন্য আতঙ্ক হয়ে দেখা দিয়েছে অ্যাস্টন ভিলা। ২১ ম্যাচ শেষে ম্যানসিটির পয়েন্ট ৪৩। অ্যাস্টন ভিলার পয়েন্ট ৪৩। ফলে দ্বিতীয় স্থান হারানোর শঙ্কা দেখা দিয়েছে ম্যানসিটির। ২০ ম্যাচ থেকে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
পেনাল্টিতে আর্লিং হালান্ডের করা গোলের সুবাদে ম্যানসিটি প্রথমার্ধে এগিয়ে যায়। ৪১ মিনিটে গোলটি করেছিলেন তিনি। সিটির হয়ে এটি ছিল তার ১৫০তম গোল। তার এ গোলে ম্যানসিটি জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু ঘড়ির কাটা ঘন্টার ঘর পার হওয়ার আগেই সফরকারী ব্রাইটন খেলায় সমতা ফিরিয়ে আনে। পরে কোনো দল আর কোনো গোল করতে পারেনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















