আর্সেনালকে বিধ্বস্ত করে ম্যানইউয়ের জয় , ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল হঠাৎ ছন্দ হারিয়ে ফেলেন । জয়টা অভ্যাসে পরিণত করা শিরোপা প্রত্যাশী দলটি এখন ভুগছে জয় খরায়। ফলে শিরোপা জয়ের স্বপ্নটা এখন ফ্যাকাশে হতে শুরু করেছে। টানা দুই ম্যাচে লিভারপুল ও নটিংহাম ফরেস্টের সঙ্গে ড্র করার পর নিজেদের মাঠে এবার ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে বসেছে দলটি। এগিয়ে থেকেও ৩-২ গোলে হেরেছে আর্সেনাল।
অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড যেন ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। হার ও ড্রকে নিত্য সঙ্গী করা দলটি টানা দুই ম্যাচে চমক দেখিয়েছে। আগের ম্যাচে ম্যানসিটিকে হারানোর পর এবার তারা হারালো আর্সেনালকে। টানা দুই চমক জাগানো জয়ে এক সময় চতুর্দশ স্থানে থাকা ম্যানইউ উঠে এসেছে চতুর্থ স্থানে।
২৩ ম্যাচ শেষে ম্যানইউয়ের পয়েন্ট ৩৮। শীর্ষে থাকা আর্সেনালের সংগ্রহ ৫০। দুই দলের মাঝে থাকা ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার ভান্ডারে জমা ৪৬ পয়েন্ট।

নিজেদের মাঠের খেলায় এক আত্মঘাতি গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ম্যানইউয়ের ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ নিজেদের জালে বল জড়িয়ে আর্সেনালকে এগিয়ে দেন। তবে মার্টিনেজকে এই অস্বস্তি বেশিক্ষণ বইতে দেননি ব্রায়ান এমবিউমো। ৩৭ মিনিটে গোল করে তিনি ম্যানইউকে খেলায় ফিরিয়ে আনেন।
বিরতির পরপরই ম্যানইউ এগিয়ে যায়। গোল করেন প্যাট্রিক ডোরগু। ২-১ ব্যবধানে যখন ম্যানইউ খেলা শেষ করার স্বপ্ন দেখছে তখনই আর্সেনাল গোল পরিশোধ করে পয়েন্টে ভাগ বসানোর সম্ভাবনা জোরালো করে। তবে ৮৪ মিনিটে মাইকেল মেরিনোর গোল আর্সেনালকে রক্ষা করতে পারেনি। বরং ৮৭ মিনিটে করা ম্যাথাউস কুনহার গোল ম্যানইউকে পুরো পয়েন্ট এনে দেয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩























