বিয়ে ভাঙার পর মাঠে ফিরে ছন্দ পেলেন না মান্ধানা!

বিয়ে ভাঙার পর মাঠে ফিরলে ছন্দ পেলেন না মান্ধানা!

মান্ধানা , ছবি: সংগৃহীত

বিয়ে ভাঙার পর মাঠে ফিরে ছন্দ পেলেন না মান্ধানা ! গত ৭ ডিসেম্বর সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভাঙার কথা ঘোষণা করেছিলেন স্মৃতি মান্ধানা। তার ঠিক ১৪ দিন পর মাঠে নামলেন মান্ধানা। বিশাখাপত্তনমে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের জার্সি গায়ে দেখা গেল তাঁকে। তবে ছন্দ পেলেন না তিনি। ২৫ বলে ২৫ রান করে আউট হলেন তিনি।

মান্ধানা , ছবি: সংগৃহীত

তবে খেলা শুরুর আগে সতীর্থদের সঙ্গে হাসিমুখে অনুশীলন করেন তিনি। কিন্তু খেলতে নামার পর দেখে মনে হচ্ছিল, মনের মধ্যে কোথাও ব্যক্তিগত জীবনের ধাক্কা কাঁটার মতো বিঁধছে।

ভারতের ফিল্ডিংয়ের সময়ও মান্ধানাকে খুব একটা সপ্রতিভ দেখায়নি। ফিল্ডিং মিস করেন। ক্যাচও ছাড়েন। এরপর ব্যাটিংয়ে নেমে ইনোকা রণবীরার বলে কভারের উপর দিয়ে ছক্কা মারতে গিয়ে নীলাক্ষী ডি’সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভারতের সহ-অধিনায়ক।

ভারতের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন মান্ধানা। বিশ্বকাপে ৪৩৪ রান করেছিলেন তিনি, যা প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বাধিক। ভারতীয় ব্যাটারদের মধ্যে মহিলাদের এক বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ডও করেছিলেন তিনি। ৫৪.২৫ গড়ে একটি শতরান ও দু’টি অর্ধশতরান করেছিলেন মান্ধানা।

বিশ্বকাপের ফাইনালের পর সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে মাঠেই উল্লাস করতে দেখা গিয়েছিল মান্ধানাকে। ডিওয়াই পাটিল স্টেডিয়ামের পিচেই মান্ধানা কে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পলাশ। ২৩ নভেম্বর বিয়ের কথা ছিল তাঁদের। সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদের অনুষ্ঠানও হয়েছিল ধুমধাম করে। উপস্থিত ছিলেন মান্ধানার বেশ কয়েক জন সতীর্থ। কিন্তু বিয়ের আগের দিন জানা যায়, হাসপাতালে ভর্তি করাতে হয়েছে মান্ধানার বাবাকে। বিয়ে পিছিয়ে যায়।

Exit mobile version