টি-টোয়েন্টি ক্রিকেটে অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের খরা কাটাল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের বাইরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আট চেষ্টায় মার্করামের বিধ্বংসী ব্যাটিংয়ে প্রোটিয়াদের সহজ জয় দেখা পেয়েছে। মঙ্গলবার পার্লে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে। স্বাভাবিকভাবে এ জয়ে সিরিজ জয়ের লড়াইয়ে তারা ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
দক্ষিণ আফ্রিকার এ জয়কে অসাধারণ বলা যায়। আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তাদের সামনে কঠিন এক লক্ষ্যমাত্রা দিয়েছিল। ১৩ বল বাকি থাকতে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় এইডেন মার্করামরা।

আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান জমা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগতভাবে আহমরি কোনো ইনিংস ছিল না। শিমরন হেটমেয়ের করেছিলেন ৪৮ রান। তবে তার ইনিংসটা বেশ বিধ্বংসী ছিল। এই রান করতে খেলেছিলেন ৩২ বল। চারটি বাউন্ডারির পাশাপাশি মেরেছিলেন তিনটি ওভার বাউন্ডারি।
জবাবে আক্রমণাত্মক ব্যাটিং করেছে প্রোটিয়া ব্যাটাররা। সবচেয়ে আক্রমণাত্মক ছিলেন অধিনায়ক এইডেন মার্করাম। ৪৭ বলে করেন অপরাজিত ৮৬ রান। ইনিংসটি নয়টি বাউন্ডারি ছিল তার। আর ওভার বাউন্ডারি তিনটি।
লুয়ান ড্রে প্রেটোরিয়াসের সঙ্গে প্রথম উইকেটে তিনি দলকে এনে দেন ৮৩ রান। ২৮ বলে ৪৪ রান করে বিদায় নেন প্রেটোরিয়াস। রায়ান রিকেলটনকে নিয়ে বাকি পথটুকু নির্বিঘ্নে পাড়ি দেন তিনি। রিকেলটন করে ৪০ রান। স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কারটা মার্করামের হাতে শোভা পায়।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ১৭৩/৭ (২০ ওভার)। (শিমরন ৪৮, রভমান পাওয়েল ২৯, ব্রান্ডন কিং ২৭। জর্জ লিন্ডে ৩/২৫, কেশভ মহারাজ ২/৪৪, করবিন বশ ২/৩৫)।
দক্ষিণ আফ্রিকা: ১৭৬/১ (১৭.৫ ওভার)। (প্রেটোরিয়াস ৪৪, মার্করাম ৮৬* ও রিকলটন ৪০*। রসটন চেজ ১/৩১)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।
ম্যাচ অব দ্য ম্যাচ: এইডেন মার্করাম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















