এমবাপ্পে ও রোনালদো এক শিরোনামে
জোড়া গোলে রোনালদোর পথে এমবাপ্পে , আর তাতেই কোপা দেল রেতে অঘটনের হাত থেকে রেহাই পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত কোপা দেল রেতে চতুর্থ সারির দল তালাভেরাকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ।

কিলিয়ান এমবাপ্পেকে সতীর্থদের শুভেচ্ছা: ছবি সংগৃহীত
চতুর্থ সারির দল তালাভেরা নিজেদের মাঠের খেলায় রিয়াল মাদ্রিদকে বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছিল। রিয়াল সমর্থকদের প্রত্যাশা ছিল তালাভেরাকে গোল বন্যায় ভাসিয়ে দেবে। কিন্তু প্রথমার্ধের ৪০ মিনিট পর্যন্ত দক্ষতার সঙ্গে রিয়াল মাদ্রিদকে গোল থেকে দূরে রেখেছিল। কিন্তু এ অর্ধের শেষ পাঁচ মিনিটে স্বাগতিক দলের ওপর একটা ঝড় বয়ে যায়। আর সে ঝড়ে জোড়া গোল হজম করে তালাভেরা।
প্রথম গোলটি করেন এমবাপ্পে। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে তালাভেরার গোলরক্ষককে আরো একবার জাল থেকে বল কুড়িয়ে আনতে হয়। এটি ছিল আত্মঘাতি গোল।
তবে দ্বিতীয়ার্ধে তালাভেরা ঠিকই রিয়াল সমথর্কদের উৎসবের রেশ ভালোভাবেই টেনে ধরেছিল। মাত্র ১১ মিনিটের ব্যবধানে তারা দুই গোল করে। নাহুয়েল আরোয়ো ৮০ মিনিটে এবং গঞ্জালো ডি রেঞ্জো ৯১ মিনিট গোল করেন। তবে ৮৮ মিনিটে এমবাপ্পের গোল রিয়াল মাদ্রিদকে অস্বস্তি থেকে রেহাই দেয়।
এই গোলের মাঝ দিয়ে এমবাপ্পে একটা রেকর্ডের খুব কাছে পৌঁছে গেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ রেকর্ড গড়ার হাতছানি এখন তার সামনে। এক পঞ্জিকা বর্ষে ৫৯ গোল করে সেই কীর্তিটা নিজের কাছে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগীজ তারকার পাশে বসতে এমবাপ্পের আর একটা মাত্র গোলের দরকার। ৫৮ গোল এমবাপ্পের। এ বছর রিয়াল মাদ্রিদের আর একটা খেলা বাকি রয়েছে। শনিবার অনুষ্ঠিতব্য সে ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ সেভিয়া।

এদিকে কোপা দেল রে’র অন্য খেলায় আতলেতিকো মাদ্রিদ ৩-২ গোলে আতলেতিকো বেলিয়ারেসকে, ওসাসুনা ৪-২ গোলে হুয়েসকাকে, আলাভেস ১-০ গোলে সেভিয়াকে এবং রেসিং স্যান্তান্দার ২-১ গোলে ভিয়ারিয়ালকে হারিয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















