সাবেক ক্লাব মোনাকোর জালে এমবাপ্পের জোড়া গোল ,উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কিলিয়ান এমবাপ্পের বর্তমান দল রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়ে সাবেক দল মোনাকো। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে তারা ৬-১ গোলে জয় পেয়েছে। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। অন্য গোলগুলো করেছেন ফ্রাঙ্কো মাসতানতুওনো, ভিনিসিয়ুস জুনিয়র ও জুডে বেলিংহাম। একটি ছিল আত্মঘাতি গোল। জর্ডান তেজে একটা গোল পরিশোধ করেন।
প্যারিস সেন্ত জার্মেইতে যোগ দেওয়ার আগে পাঁচ বছর মোনাকোতে খেলেছেন এমবাপ্পে। ম্যাচের আগে মোনাকোর খেলোয়াড়দের সঙ্গে দারুণ একটা সময় কাটিয়েছেন। তবে ম্যাচে তার কোনো প্রভাব ছিল না। বরং এমবাপ্পে ছিলেন অনেকটা রূঢ়। ফলে ২৬ মিনিটের মধ্যে তিনি জোড়া গোল করে রিয়াল মাদ্রিদের জয়ের সম্ভাবনা জোরালো করেন।
এ জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগে কোচ আলভারো আরবেলোয়ার দারুণ সূচনা হলো।
সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। কোপা দেল রে’তে দ্বিতীয় সারির দল আলবাসিতের কাছে হেরে লজ্জায় পড়ে তারা। তবে গত শনিবার লেভান্তের বিপক্ষে দারুণ জয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরে পায় দলটি। সেই ধারাবাহিকতায় মোনাকোর বিপক্ষে গোলের সূচনা করতে মোটেও দেরি করেনি। পঞ্চম মিনিটে গোলের দেখা পায় তারা। এমবাপ্পের করা এ গোলটি ছিল এ মৌসুমে তার ৩২তম গোল। আর চ্যাম্পিয়ন্স লিগে ছয় ম্যাচে এগারতম।
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৫। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
