নিজের ফিটনেস নিয়ে আর ঝুঁকি নেবেন না এমবাপ্পে । হাঁটুর চোট থেকে পুরোপুরি সুস্থ না হয়ে উঠতেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে বদলি হিসেবে খেলেছেন কিলিয়ান এমবাপ্পে। তাতে অবশ্য দলের হার ঠেকাতে পারেননি তিনি। বার্সেলোনার কাছে সেই হারের পর বিদায় নিয়েছেন কোচ শাবি আলনসো।
ফলে স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার বিপক্ষে হারের পর বোধোদয় হয়েছে এমবাপ্পের। হাঁটুর চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আর মাঠে ফিরতে চান না বলে জোর দিচ্ছেন তিনি। আজ শনিবার (১৭ জানুয়ারি) লা লিগায় লেভান্তের বিপক্ষে ঘরের মাঠে রিয়ালের ম্যাচে ফ্রান্সের এই তারকার অনুপস্থিত থাকার সম্ভাবনা প্রবল।
২৭ বছর বয়সী এমবাপ্পে ২০২৬ সালে নিজের প্রথম ম্যাচ খেলতে চোটের ঝুঁকি নিয়েই সুপার কাপের ফাইনাল খেলতে নেমেছিলেন। তবে সামনে এগোতে গিয়ে নিজের ফিটনেস নিয়ে আর কোনো ‘ঝুঁকি’ নিতে চান না।
ফরাসি দৈনিক ল’ইকিপ–এর প্রতিবেদনে বলা হয়েছে, লেভান্তের বিপক্ষে ম্যাচে এমবাপ্পে ‘সম্ভবত খেলবেন না’ এবং এরপর চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে ম্যাচেও তার খেলা ‘অনিশ্চিত’। বাম হাঁটুত পুরোপুরি ‘অস্বস্তি’ না কাটানো পর্যন্ত তিনি মাঠে ফিরতে চান না। সেটি খুব বেশি দূরে নয় বলে মনে করা হলেও আপাতত লস ব্লাঙ্কোদের তাদের শীর্ষ গোলস্কোরারকে ছাড়া খেলতে হতে পারে।
ডিসেম্বর ৩১ তারিখে এমবাপ্পের হাঁটুর এমআরআই স্ক্যান করা হয়েছিল। এরপর চিকিৎসকদের পরামর্শ দেওয়া বিশ্রামের সময় প্রায় অর্ধেকে নামিয়ে এনে তিনি ১১ দিন পরই সুপারকোপা ফাইনালে খেলেন। সেই ম্যাচে বার্সেলোনার কাছে হারটাই ছিল সাবেক কোচ জাবি আলোনসোর বিদায়ের শেষ ধাক্কা। নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনেও শুরুটা ভালো হয়নি। বুধবার (১৪ জানুয়ারি) কোপা দেল রেতে দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের কাছে ৩–২ গোলে হেরে গেছে রিয়াল, যেখানে এমবাপ্পে স্কোয়াডেই ছিলেন না।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















