নাপোলি ম্যাচে জমজমাট ড্র
ম্যাকটোমিনের জোড়া গোলে ইন্টারের পয়েন্টে ভাগ নাপোলির ,সেরি আ’তে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই দারুণভাবে জমে উঠেছে। রবিবার রাতে নাপোলির সঙ্গে নিজেদের মাঠের খেলায় ২-২ গোলে ড্র করেছে ইন্টার মিলান। এ ড্র সত্ত্বেও ইন্টার মিলানের শীর্ষস্থান অক্ষুন্ন রয়েছে।

১৯ ম্যাচ শেষে ইন্টার মিলানের পয়েন্ট ৪৩। আর নাপোলির সংগ্রহ ৩৯। ৪০ পয়েন্ট নিয়ে দুই দলের মাঝে রয়েছে এসি মিলান। রোমা রয়েছে চতুর্থ স্থানে। তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট।
নাপোলি নিশ্চিত পয়েন্ট হারানোর হাত থেকে রেহাই পেয়েছে। ম্যাচের শেষ বাঁশি বাজানোর ১৭ মিনিট আগে হাকান কালহানোগলু পেনাল্টি থেকে গোল করে ইন্টার মিলানকে এগিয়ে নিলে নাপোলির হার অনেকটা নিশ্চিত হয়ে যায়। তবে দারুণ চমক দেখায় নাপোলি। দুই মিনিট পরেই স্কট ম্যাকটোমিনে তার দ্বিতীয় গোল করে ইন্টার মিলানের পয়েন্টে ভাগ বসান।
প্রথমার্ধেও নাপোলিকে খেলায় ফেরান এই ম্যাকটোমিনে। ২৬ মিনিটে গোলটি করেছিলেন তিনি। তার আগে ফেডেরিকো ডিমার্কো নবম মিনিটে গোল করে ইন্টার মিলানকে এগিয়ে নিয়েছিলেন।
এই ড্র’র ফলে নাপোলির বিপক্ষে ইন্টার মিলানের জয় অধরা থাকলো। টানা পাঁচ ম্যাচে নাপোলির বিপক্ষে পয়েন্ট হারালো ইন্টার মিলান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩























