অবসর নিয়ে একাধিকবার প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে লিওনেল মেসিকে। ব্যর্থতার গ্লানি নিয়ে একবার জাতীয় দলকে বিদায় বলে দিয়েছিলেন। তবে ফিরেছেন এবং চার বছর আগে বিশ্বকাপ জয়ের মিশন পূর্ণ করেছেন। এখন অবসর নিয়ে আর ভাবেন না মেসি। তবে অবসরের পর কি করবেন তা নিয়ে জল্পনা কল্পনা করছেন বিশ্বকাপ জয়ী এ তারকা। কোচ নয় – ক্লাব মালিক হতে চান মেসি ।
ফুটবল খেলোয়াড়দের অনেকেই অবসরের পর কোচিং পেশায় জড়িয়ে পড়েন। মেসি সে পথে না হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বরং একটা ক্লাব পরিচালনা অর্থাৎ ক্লাবের মালিক হতে চান। তবে শুধু মালিকানায় নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না, নিজের ক্লাবের উন্নতিতে ভূমিকা রাখতে চান।
মঙ্গলবার আর্জেন্টিনার এক টেলিভিশন সাক্ষাতকারে মেসি এ কথা জানান। তিনি বলেন,
আমি নিজেকে একজন কোচ হিসেবে দেখছি না। একজন ম্যানেজার হওয়ার পরিকল্পনা রয়েছে আমার। তবে মালিক হওয়াটা বেশি পছন্দের। আমার নিজের একটা ক্লাব চাই আমি। একেবার তৃণমূল থেকে শুরু করতে চাই এবং সেটাকে গড়ে তুলতে চাই। শিশুদেরকে গড়ে তুলতে চাই।
লিওনেল মেসি তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি করেছেন। সে অনুযায়ী তিনি ২০২৮ সাল পযন্ত মায়ামির হয়ে খেলবেন। ফলে আরও কয়েকটা বছর মেসিকে খেলোয়াড় হিসেবে দেখতে পারবে তার ভক্তরা।
মেসি এরই মধ্যে কাজও শুরু করেছেন। মেসি কাপ নামের অনূর্ধ্ব ১৬ যুব টুর্নামেন্ট নামে একটা টুর্নামেন্ট চালু করেছেন। আটটা একাডেমি দল এতে অংশ নেয়। ডিসেম্বরে শেষ হওয়া টুর্নামেন্টে রিভার প্লেট শিরোপা জয় করে। তারা ফাইনালে হারায় আতলেতিকো মাদ্রিদকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















