মেসিকে মহা মূল্যবান ঘড়ি উপহার দিলো মুকেশ আম্বানির ছেলে

মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও মেসি

মেসিকে কোটি টাকার ঘড়ি উপহার

লিওনেল মেসির ভারতের সফরসূচিতে শেষ মুহূর্তে এক চমক দেখা গেছিলো। কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই হয়ে দিল্লি দিয়ে সফর শেষ করার কথা থাকলেও, পরিকল্পনায় হঠাৎ পরিবর্তন আসে। দিল্লির বদলে আর্জেন্টিনার এই মহাতারকা পৌঁছে যান গুজরাটের জামনগরের বনতারায়। আমন্ত্রণটি এসেছিল ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির কাছ থেকে। সেখানে মেসিকে মহা মূল্যবান ঘড়ি উপহার দিলো মুকেশ আম্বানির ছেলে ।

আম্বানি দম্পতির সঙ্গে আরতি করতে দেখা যাচ্ছে মেসি ও তাঁর দলকে , ছবি: সংগৃহীত

বনতারায় গিয়ে মেসির সময় কাটানোর নানা মুহূর্ত দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পুজো দেওয়া, সিংহ দর্শনসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে দেখা যায় তাকে। তবে সবকিছুকে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মেসিকে উপহার দেওয়া একটি বিরল ঘড়ি। পুরো সফরজুড়ে মেসির সঙ্গে ছিলেন আর্জেন্টিনার সতীর্থ রদ্রিগো দি পল ও লুইস সুয়ারেজ। তাদের সঙ্গ দেন অনন্ত আম্বানি ও তার স্ত্রী রাধিকা মার্চেন্ট।

বনতারায় অনন্ত আম্বানি মেসিকে যে ঘড়িটি উপহার দেন, সেটির মূল্য শুনলে বিস্মিত হতে হয়। রিচার্ড মিলির আরএম০০৩-ভি২ জিএমটটি ট্যুরবিলিয়ন এশিয়া এডিশন মডেলের এই ঘড়ির আনুমানিক বাজারদাম ১২ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য সাড়ে ১৪ কোটিরও বেশি। বিশ্বজুড়ে এই ঘড়ির সংখ্যা মাত্র ১২টি। বনতারায় মেসির হাতে ঘড়িটি দেখা যাওয়ার পর থেকেই শুরু হয় জোর আলোচনা।

মেসি আর অনন্ত জয়ধ্বনি দিচ্ছেন একসঙ্গে , ছবি: সংগৃহীত

অবশ্য ঘড়ির ক্ষেত্রে মেসির সংগ্রহ নতুন কিছু নয়। তার সংগ্রহশালায় রয়েছে রোলেক্স লে ম্যান্স, যা তৈরি হয়েছে ১৮ ক্যারেট সোনা দিয়ে। এছাড়া আছে রোলেক্স জিএমটি মাস্টার ২, অডেমার্স পিগেট রয়্যাল ওক ‘জাম্বো’ এক্সট্রা থিন এবং বার্বি রোলেক্সের মতো একাধিক দুর্লভ ও দামি ঘড়ি।

Exit mobile version