নাসুমের কাছে যে চাওয়া মিরাজের

নাসুমের কাছে যে চাওয়া মিরাজের

সিলেট টাইটান্সের অন্যতম ভরসা জাতীয় দলের এই দুই তারকা। ছবি: সংগৃহীত

সিলেট টাইটান্সে খেলবেন মিরাজ এবং নাসুম

আগামী শুক্রবার ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠতে বিপিএলের এবারের আসরের। বিপিএলে এবার মেহেদী হাসান মিরাজ সিলেট টাইটান্সে খেলবেন। জানা গেছে দলকে নেতৃত্ব দেবেন তিনি। মিরাজ ছাড়াও জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ সরাসরি চুক্তিতে সিলেট টিমের সঙ্গে যুক্ত হয়েছে এবার ,তার উপর ভরসাও অনেক দলটির এবং নাসুমের কাছে যে চাওয়া মিরাজের তা স্পষ্ট হল।

নাসুম আহমেদ। ছবি: সংগৃহীত

বিপিএলের আগে আজ সোমবার সিলেটে অনুশীলন শেষে মিরাজ বলেন,‘এবারের বিপিএলে সিলেট বেশ ভালো দল হয়েছে। জাতীয় দলের যারা নিয়মিত খেলেন তাদের অনেক ক্রিকেটার আছে এই দলে। নাসুম নিয়মিত জাতীয় দলে খেলেন সে আছে, খালেদ আহমেদ আছেন। সেও জাতীয় দলে খেলেন। সেই সাথে পারভেজ হোসেন ইমন আছে।

সব মিলে আমার কাছে সিলেট দল দারুণ ভালো হয়েছে। বিপিএলে যে দলের দেশি ক্রিকেটাররা ভালো করে তাই কিন্তু ভালো রেজাল্ট করে।এছাড়া বিপিএলে নাসুম আহমেদের কাছে নিজের প্রত্যাশা নিয়ে মিরাজ বলেন,‘আমাদের দলে নাসুম আছে। আশা করি সে বোলিংয়ে ভালো কিছু করবে। নাসুম ভালো করলে দল অনেক এগিয়ে যাবে।

সেই সাথে সে ব্যাটিংয়ে ভালো করেন। একই সাথে এবার সিলেটের হয়ে বিপিএল খেলবেন আফিফ হোসেন। আসন্ন বিপিএলে তার কাছে ভালো কিছু আশা করছেন মিরাজ। তিনি বলেন,‘একটা সময় বাংলাদেশের টি-টোয়েন্টিতে সেরা ক্রিকেটার বলা হতো আফিফ হোসেনকে। সে হয়তো এখন সেরা ফর্মে নেই আমার বিশ্বাস বিপিএলে এবার ভালো কিছু করেই ফের জাতীয় দলে ফিরবেন তিনি।

Exit mobile version