কোহলিকে হটিয়ে ফের শীর্ষে ড্যারিল মিচেল

কোহলিকে হটিয়ে ফের শীর্ষে মিচেল

ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ড্যারিল মিচেল। ছবি: সংগৃহীত

কোহলিকে হটিয়ে ফের শীর্ষে ড্যারিল মিচেল । টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার খুব কাছে রশিদ খান। এক সপ্তাহ পরেই ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে এসেছে পরিবর্তন। ভারতের বিরাট কোহলিকে টপকে চূড়ায় উঠলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। দুইয়ে নেমে গেছেন কোহলি। 

কোহলিকে হটিয়ে ফের শীর্ষে ড্যারিল মিচেল ।

ভারতের মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে মিচেল এবং কোহলি দুজনেই হাঁকিয়েছেন সেঞ্চুরি। মিচেলের ১৩১ বলে ১৩৭ রানের জবাবে কোহলি খেলেন ১০৮ বলে ১২৪ রানের ইনিংস। ম্যাচটা ৪১ রানে জিতেছে মিচেলের নিউজিল্যান্ডই। এবার র‍্যাঙ্কিংয়েও কোহলিকে টপকে শীর্ষে উঠলেন ড্যারিল মিচেল।

এছাড়া চার নম্বরে নেমে গেছেন কোহলির সতীর্থ ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। তিনে উঠেছেন আফগানিস্তানের ইবরাহিম জাদরান। এছাড়া শীর্ষ দশে ঢুকেছেন আরেক ভারতীয় লোকেশ রাহুল। ১ ধাপ এগিয়ে ১০ম স্থানে আছেন রাহুল। তাকে জায়গা করে দিতে গিয়ে ১ ধাপ পিছিয়ে ১১তম স্থানে চলে গেছেন শ্রেয়াস আইয়ার।

এছাড়া বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। ১৬ ধাপ এগিয়ে ২০ নম্বরে রয়েছেন তিনি। স্বদেশী উইল ইয়ং ১০ ধাপ এগিয়ে রয়েছেন ৪৪তম স্থানে। ৪ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে রয়েছেন আরেক কিউই মাইকেল ব্রেসওয়েল।

ওয়ানডেতে অলরাউন্ডারদের মধ্যে ১৪ ধাপ এগিয়ে ৩১ নম্বরে রয়েছেন গ্লেন ফিলিপস। তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। বোলারদের মধ্যে ৪ ধাপ পিছিয়ে ৭ম স্থানে নেমে গেছেন ভারতের কুলদীপ যাদব। ৬ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল।

টি-টোয়েন্টিতে বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন বরুণ চক্রবর্তী। দুইয়ে রয়েছেন ২ ধাপ উন্নতি করা আফগান তারকা রশিদ খান। আরেক আফগান স্পিনার মুজিব উর রহমান ২ ধাপ এগিয়ে রয়েছেন ১৪ নম্বরে।

Exit mobile version