আবার বিপিএল খেলতে আসছেন মঈন আলি

আবার বিপিএল খেলতে আসছেন মঈন আলি

সিলেটের হয়ে এবার বিপিএল খেলবেন মঈন

সর্বশেষবার না খেললেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৪ আসর মাতিয়েছেন মঈন আলি। ইংল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার আবার আসছেন বিপিএল খেলতে। তাকে দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স।

৩৮ বছর বয়সি ইংলিশ অলরাউন্ডার মঈন আলি প্রথমবার বিপিএল খেলেন ২০১৩ সালে রংপুর রাইডার্সের হয়ে। তার ৯ বছর পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেন মঈন। পরের দুই আসরেও দলটির হয়েই তাকে বিপিএল খেলতে দেখা গেছে। দুইবার শিরোপা জয়ের স্বাদও পেয়েছেন তিনি।

গত আসর থেকেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স নেই, সেজন্যই হয়ত মঈনকেও দেখা যায়নি বিপিএলে। এবারও কুমিল্লা নেই, তবে নাম ও মালিকানা বদলে নতুন করে আসা সিলেট টাইটান্স তাকে দলে নিয়েছে।

৩ বার কুমিল্লার হয়ে বিপিএল খেলেছেন মঈন

শনিবার ইংল্যান্ডের উদীয়মান তারকা ইথান ব্রুকসকে দলে টানে সিলেট। সন্ধ্যায় জানা যায় মঈনও যোগ দিচ্ছেন একই দলে। এছাড়া শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস, যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স, পাকিস্তানের মোহাম্মদ আমির ও সাইম আইয়ুব, আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে শক্তি বাড়িয়েছে সিলেট।

মঈন অবশ্য কোনোবারেই খুব বেশি ম্যাচ খেলেননি বিপিএলে। স্বল্প সময়ের জন্য এসেছেন। এবার তাকে কিছুটা বেশি সময়ের জন্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে ২২ ম্যাচ খেলে ১৯ ইনিংস ব্যাট করে ২৯.৫৭ গড় ও ১৩৫.৭৩ স্ট্রাইকরেটে ৪১৪ রান করেছেন। আর বল হাতে অফস্পিনে নিয়েছেন ২২ উইকেট।

Exit mobile version