অবসর ভেঙে ফিরছেন মঈন আলি

অবসর ভেঙে ফিরছেন মঈন আলি

ছবি: সংগৃহীত

অবসর ভেঙে ফিরছেন মঈন আলি , বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি টি-২০ ক্রিকেট খেলে যাচ্ছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি। তিনি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে অবসর ভেঙে ঘরোয়া ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মঈন।

ইংল্যান্ডে ঘরোয়া বিভিন্ন আসর হয়ে থাকে। তবে মঈন সেসব আসর থেকেও অবসর নিয়েছেন বেশ আগেই। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে যাচ্ছিলেন তিনি।

গত কয়েক মাস টানা ফ্র্যাঞ্চাইজি টি-২০ খেলেছেন অফস্পিন অলরাউন্ডার মঈন। তাকে দেখা গেছে আবুধাবি টি-টেন, আইএল টি-টোয়েন্টি ও বিপিএলে। এবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও নামতে যাচ্ছেন এই অলরাউন্ডার।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দল ইয়র্কশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মঈন। এই দলটির হয়ে এবারের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন তিনি। এ ছাড়া দ্য হান্ড্রেড টুর্নামেন্টের নিলামেও নাম দিতে যাচ্ছেন তিনি। অর্থাৎ এই লিগেও আবার দেখা যেতে পারে তাকে।

নতুন চুক্তির পর মঈন বলেছেন,

‘হেডিংলিতে (ইয়র্কশায়ারের মাঠ) খেলতে সবসময়ই ভালোবাসি আমি। এখানকার উইকেট, পরিবেশ, সমর্থক – সবমিলিয়ে জায়গাটিকে বিশেষ করে তোলে।

নতুন চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায় মঈন। তিনি আরও বলেছেন,

‘আমার জন্য এটি আনকোনা এক চ্যালেঞ্জ এবং ক্ষুধা নিয়েই সেখানে যাচ্ছি। আমার সব অভিজ্ঞতা সেখানে বয়ে নিতে চাই, নিজের ক্রিকেট উপভোগ করতে চাই, ইয়র্কশায়ারকে সহায়তা করতে চাই।

Exit mobile version