আফ্রিকান কাপ অফ নেশন্স
সালাহ’র গোলে দক্ষিণ আফ্রিকাকে হারালো মিশর , দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলেও আফ্রিকান কাপ অফ নেশন্সের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে মিশর। দলের পক্ষে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন ইংলিশ ক্লাব লিভারপুলে খেলা এই ফরোয়ার্ড। এই জয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলো সাতবারের চ্যাম্পিয়নরা।
৪৫তম মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে সালাহ’র গোলে এগিয়ে দেওয়ার পর পরই ১০ জনের দলের পরিণত হয়ে মিশর। বিরতির বাঁশি বাজার আগ মুহুর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বিতাড়িত হন রাইট-ব্যাক মোহাম্মদ হানি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধারা বাড়িয়েও গোল আদায় করতে পারেনি বাফানা বাফনাখ্যাত দক্ষিণ আফ্রিকার ফুটবলাররা। তাদের বেশ কয়েকটি আক্রমণ একেবারে শেষ মুহুর্তে ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোহাম্মদ এল শেনওয়া।
মিশর তাদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ২-১ গোলে পরাজিত করেছিলো। একই ব্যবধানে অ্যাঙ্গোলাকে হারিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। মিশর গ্রুপের শেষ ম্যাচে অ্যাঙ্গোলা এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে জিম্বাবুয়ের বিপক্ষে।
বি গ্রুপে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মিশর। তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ে ও অ্যাঙ্গোলার সংগ্রহ এক পয়েন্ট করে।
