আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন । অর্থাৎ বিপিএলে দাসুন শানাকা-বিশ্বকাপে শ্রীলঙ্কার মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন তিনি। একই সাথে দলে আছেন অ্যালেক্স হেলস ও ইমাদ ওয়াসিমের মতো ক্রিকেটারও।
দেশিদের মধ্যেও তাসকিন আহমেদ, নাসির হোসেন, আবার জাতীয় দলের সহ-অধিনায়ক সাইফ হাসান। তবে তাদের সবাইকে ছাপিয়ে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে মোহাম্মদ মিঠুনকে। জাতীয় দলের একসময়ের নিয়মিত সদস্য মিঠুন এখনও দেশের ক্রিকেটে বড় নাম। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতির দায়িত্বও পালন করছেন।
তবে তিনি অধিনায়কত্ব করেছেন এনসিএলেও। ২১ ডিসেম্বর শুরু হয়েছে ঢাকা ক্যাপিটালসের আনুষ্ঠানিক বিপিএল প্রস্তুতি। ঢাকার পূর্বাচলে ক্রিকেটার্স একাডেমিতে প্রথম দিনের অনুশীলনের ফাঁকে ঢাকার অধিনায়ক হিসেবে মিঠুনের নাম ঘোষণা করা হয়।
একনজরে ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড : তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবরী, ইমাদ ওয়াসিম, ওডেন স্মিথ, জিয়া শরিফি।
