গ্রুপ সেরা হয়ে চলমান আফ্রিকা কাপ অব নেশনসে নক আউট পর্বে পৌঁছেছে স্বাগতিক মরক্কো। সোমবার রাবাতের প্রিন্স মোউলে আবদেল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপের শেষ ম্যাচ তারা জাম্বিয়াকে ৩-০ গোলে হারিয়েছে। গ্রুপে পর্বে মরক্কোর এটা ছিল দ্বিতীয় জয়। তিন ম্যাচের একটিতে ড্র করায় ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শিরোপা প্রত্যাশী দলটি।
মরক্কোর এ জয়ের নায়ক ছিলেন আউব এল কাবি। জোড়া গোল করেছেন তিনি। অন্য গোলটি করেন ব্রাহিম দিয়াজ। কাবি উভয়ার্ধে একটি করে গোল করেন। প্রথমার্ধের শুরুতে যেমন গোল করেছেন তেমনি দ্বিতীয়ার্ধের শুরুতেও।

মরক্কোর পাশাপাশি ‘এ’ গ্রুপ থেকে মালি নক আউট পর্বে উঠেছে। গ্রুপের অন্য ম্যাচে মালি গোলশূন্য ড্র করে কোমোরসের সঙ্গে। এছাড়া ‘বি’ গ্রুপ থেকে মিসর ও দক্ষিণ আফ্রিকার নক আউট পর্বে নিশ্চিত হয়েছে। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৩-২ গোলে জিম্বাবুয়েকে হারিয়েছে। অন্য ম্যাচে মিসর অ্যাঙ্গোলার সঙ্গে গোল শূন্য ড্র করেছে।
টানা দুই জয়ে আগেই মিসরের নক আউট পর্ব নিশ্চিত হয়েছিল। ফলে গতকালের ম্যাচে দলে একাধিক পরিবর্তন এনেছিলেন কোচ। লিভারপুলের মোহাম্মদ সালাহ ম্যানচেস্টার সিটির ওমর মারমোশ ছিলেন সাইড বেঞ্চে।
২৪ দলের চলমান এ টুর্নামেন্টে ১৬টি দল রাউন্ড অব সিক্সটিনে প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপ পর্বের খেলা শেষ না হলেও টানা দুই জয়ের ফলে ‘সি’ গ্রুপ থেকে নাইজেরিয়া ও ‘ই’ গ্রুপ থেকে আলজেরিয়ার নক আউট পর্বে খেলা নিশ্চিত হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















