দুই হ্যাটট্রিকে সবাইকে ছাড়িয়ে গেলেন মৃত্যুঞ্জয় ,২০২২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি। আজ আবার হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন তিনি। কারণ আর কোনো বোলারের বিপিএলে দুটি হ্যাটট্রিক নেই।
৩ বছর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সিলেট সানরাইজার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন মৃত্যুঞ্জয়। সেটি ছিল তার এই ফ্র্যাঞ্চাইজি আসরে প্রথম ম্যাচ। আজ রংপুর রাইডার্সের হয়ে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে হ্যাটট্রিক করলেন।
নোয়াখালীর ইনিংসের ১৯তম ওভারে ৩য়, ৪র্থ ও ৫ম বলে যথাক্রমে মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান ও বিলাল সামির উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মৃত্যুঞ্জয়।
বিপিএলে এটি ১০ম হ্যাটট্রিকের ঘটনা। তবে এই প্রথম কোনো বোলার বিপিএলে ২টি হ্যাটট্রিক করলেন। ৪ বিদেশি বোলার এবং ৫ জন বাংলাদেশি বোলার হ্যাটট্রিক করেছেন বিপিএলে।
চলতি বিপিএলে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। নোয়াখালী এক্সপ্রেসের বাঁহাতি পেসার মেহেদি হাসান রানা সিলেট টাইটান্সের বিপক্ষে গত মাসে হ্যাটট্রিক করেন। এবার সেই নোয়াখালীর বিপক্ষেই রংপুরের হয়ে মৃত্যুঞ্জয় হ্যাটট্রিক করলেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের ১০ম হ্যাটট্রিক। বাংলাদেশের ২য় বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ২ হ্যাটট্রিক করলেন মৃত্যুঞ্জয়। এর আগে ডানহাতি পেসার আল-আমিন হোসেন ২ বার হ্যাটট্রিক করেন।
তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি বোলার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করতে পারেননি।
বিপিএলে হ্যাটট্রিক
মোহাম্মদ সামি (দুরন্ত রাজশাহী) – প্রতিপক্ষ ঢাকা গ্ল্যাডিয়েটর্স (২০১২)।
আল-আমিন হোসেন (বরিশাল বুলস) – প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫)
আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) – প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
ওয়াহাব রিয়াজ (কুমিল্লা ভিক্টোরিয়ানস) – প্রতিপক্ষ খুলনা টাইটানস (২০১৯)
আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস) – প্রতিপক্ষ চিটাগং ভাইকিং (২০১৯)
মৃত্যুঞ্জয় চৌধুরি (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) – প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স (২০২২)
শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) – প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪)
মঈন আলি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (২০২৪)
মেহেদি হাসান রানা (নোয়াখালী এক্সপ্রেস) – প্রতিপক্ষ সিলেট টাইটান্স (২০২৫)
মৃত্যুঞ্জয় চৌধুরি (রংপুর রাইডার্স )- প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস (২০২৫)।
