রাজশাহীতে বিপিএল শিরোপা উৎসবে মুশফিক – শান্তর চাওয়া , এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। আজ শিরোপা নিয়ে রাজশাহী শহরে ছাদখোলা বাসে রোড-শো করেছেন দলটির ক্রিকেটাররা। এরপর রাজশাহী অঞ্চলের ক্রিকেট নিয়ে দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিকেট উন্নয়নের আশাবাদ জানিয়েছেন।
২০১৯ সালেও রাজশাহীর একটি ফ্র্যাঞ্চাইজি বিপিএল শিরোপা জয় করে। তবে এবারের মতো ট্রফি নিয়ে রাজশাহী শহরে কোনো উৎসব হয়নি। এবার সেই উৎসবের পর মুশফিক বলেছেন,
‘আমি মনে করি, রাজশাহী ও বগুড়া- দুই মাঠেই বিপিএল হওয়া উচিত। বিপিএল আয়োজনের জন্য যে যে প্রস্তুতি দরকার, আশা করি বিসিবি সেগুলো দেখবে। রাজশাহী ও বগুড়ায় খেলা হলে দর্শকসংখ্যা আরও বেশি হবে।
এদিন রাজশাহীতে ক্রিকেট সমর্থকদের উপচেপড়া ভিড় ছিল। যেখানেই ট্রফি নিয়ে রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেটাররা গেছেন, সবখানেই ছিল দর্শকদের আগ্রহের কেন্দ্রে। রাজশাহী বিভাগের বগুড়া জেলার ছেলে মুশফিক আরও বলেন,‘আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা পেয়ে ভালো লেগেছে। এটা অবশ্যই রাজশাহীবাসীর প্রাপ্য ছিল।
আর দলের অধিনায়ক শান্ত বলেন,
‘রাজশাহীতে আমাদের অনেক সমর্থক আছে। পুরো বিপিএলে তারা আমাদের সমর্থন করেছে। আমরা তাদের কাপটা এনে দিতে পেরেছি, এটা গর্বের বিষয়। এই (বিপিএল) জয়টা রাজশাহীর ক্রিকেটকে অনেক দূরে আগাতে সাহায্য করবে।
রাজশাহীর সন্তান শান্ত বলেন,‘রাজশাহীর হয়ে প্রথম বছর বিপিএল খেলা এবং ট্রফি জয়, এটা বাড়তি আনন্দের বিষয়। এখানকার স্থানীয় ছেলে হিসেবে প্রথমবার রাজশাহীর হয়ে খেলতে পেরে এবং কাপ জিততে পেরে খুবই ভালো লাগছে। কেউ একজন বলছিলেন এখন (রাজশাহী) থেকে অনেক বড় বড় ক্রিকেটার অতীতে এসেছেন। এখনও খেলছেন। এটা আমাদের জন্য গর্বের একটা বিষয়। একজন খেলোয়াড় হিসেবে এটা আমাদের ইমোশনের জায়গা।
রাজশাহীর ক্রিকেট প্রসঙ্গে তিনি বলেন,
‘রাজশাহীতে আর আগের মতো টুর্নামেন্ট হয় না। রাজশাহীর দায়িত্বে যারা আছেন, তাদের টুর্নামেন্টগুলোর আগের মত আয়োজন করার আহ্বান জানাই। ক্রিকেটারদের খেলার সুযোগ তৈরি করে দেন। এর মাধ্যমে রাজশাহীতে বড় বড় ক্রিকেটাররা বের হবে।
