মোস্তাফিজ ইস্যুতে উল্টো চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড

আইপিএলের দল কোলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেয়ার পর বিশ্ব ক্রিকেটেই জায়গা করে নিয়েছে বাংলাদেশ। মোস্তাফিজ ইস্যুতে উল্টো চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড ।বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আলোচনার পর পরই নিরাপত্তা শংকায় ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। এমন ঘোষণার পর পরই টালমাটাল ক্রিকেট বিশ্ব। তবে এই ঘটনায় সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় ক্রিকেটে। ফলে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটির গণমাধ্যমে। সেসবই তুলে ধরার চেষ্টা করছি আমরা।

বাংলাদেশের যে কোন গুরুত্বপূর্ণ ইস্যুতে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখানো পশ্চিমবঙ্গের আনন্দ বাজারে হয়েছে একাধিক শিরোনাম। বলা যায় খেলার পাতাতে কেবই বাংলাদেশ ও মোস্তাফিজ ইস্যু। মোট আটটি রিপোর্টে বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে কাটাছেড়া করেছে পত্রিকাটি। এর মধ্যে দুটি বিপরীত ধর্মী খবরও আছে। একটিতে বলা হয়েছে “তিন কারণে বিশ্বকাপের ম্যাচ সরানো সম্ভব নয়, বাংলাদেশের ‘খাময়েয়ালি প্রস্তাব উড়িয়ে দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড।

অবশ্য অন্য শিরোনামটিতে বলা হয়েছে “বাংলাদেশের দাবী মা্নতে পারে আইসিসি, টি-টোয়েন্টি বিশ্বকা্পে ভারত থেকে সরে যেতে পারে মুস্তাফিজুরদের ম্যাচ, সম্ভাবনা জোরালো হচ্ছে।

আরেক প্রভাবশালী বাংলা দৈনিক সংবাদ প্রতিদিনেও যায়গা করে নিয়েছে বাংলাদেশ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গ। এখানেও বেশ কয়েকটি রিপোর্ট তারা গুরুত্ব সহকারে ছেপেছে। যার একটিতে শিরোনাম ছিলো ।

ভারত থেকে সরছে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ! কী ভাবছে জয় শাহর আইসিসি?

অন্য একটি শিরোনামে বলা হয়েছে “Bangladesh Cricket Board- ইউনুস সরকারের চাপেই সিদ্ধান্ত বিসিবির, ভারতে না আসা নিয়ে কী ‘অজুহাত’বাংলাদেশের? খরের ভেতরে বেশ আক্রমণাত্নক ভাষাও ব্যবহার করে পত্রিকাটি। বাংলাদেশের নিরাপত্তার শংকার বিষয়টি পাশ কাটিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেয়ার কারণেই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ। পত্রিকাটিতে বলা হয়েছে ,

এমনকী ঘুরপথে ‘প্রতিহিংসা’চরিতার্থ করার চেষ্টা শুরু করে তারা। মুস্তাফিজুরকে বাদ দেওয়ার ‘বদলা’ হিসাবে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নেয় বিসিবি।


Exit mobile version